Logo
Logo
×

অন্যান্য

জিয়া পরিবারের প্রতি সরকারের হিংসার প্রতিফলন: অলি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০৪:৫৭ এএম

জিয়া পরিবারের প্রতি সরকারের হিংসার প্রতিফলন: অলি

ফাইল ছবি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সাজা দেওয়াটা দেশে বিরোধীদল শূন্য করার অপপ্রয়াস। এ রায়ের ফলে বিচার বিভাগ প্রমাণ করেছে তারা স্বাধীন না। বর্তমান সরকার আদালতকে তার কাজ সঠিকভাবে করতে দিচ্ছে না। তাদের প্রভাবিত করা হচ্ছে।

বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

অলি বলেন, আজকের ফরমায়েশি রায় জিয়া পরিবারের প্রতি সরকারের হিংসা ও আক্রোশের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, ২০০৭ সালে ওয়ান ইলেভেনের জরুরি সরকার আওয়ামী লীগের অনেক নেতার নামে যৌক্তিক মামলা করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের মামলা তুলে নিয়ে বিএনপি ও বিরোধীদলের মামলা সচল রেখে অন্যায়ভাবে তাদের সাজা দিচ্ছে। তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে যে মামলাটি দিয়েছে সেটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগে করা। জিয়া পরিবারকে বিনাশ এবং তারেক রহমানের জনপ্রিয়তা ও উজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য তাদের সাজা দেওয়া হয়েছে।

তারেক রহমান এবং জোবাইদা রহমানের বিরুদ্ধে রায়কে ‘ফরমায়েশি’ উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান অলি আহমদ। একই সঙ্গে অবিলম্বে তাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলায় সাজা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম