Logo
Logo
×

অন্যান্য

ইসির নিবন্ধন পেল আরেকটি রাজনৈতিক দল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মে ২০২৩, ১০:০৭ পিএম

ইসির নিবন্ধন পেল আরেকটি রাজনৈতিক দল

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেল আরেকটি রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। উচ্চ আদালতের আদেশে এ রাজনৈতিক দলটিকে নিবন্ধন দিয়েছে কমিশন। দলটির নিবন্ধন নম্বর ৪৬। দলটির প্রতীক আপেল। 

নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। 

ইসির কর্মকর্তারা জানান, নিবন্ধন পাওয়ার ফলে এ রাজনৈতিক দলটি আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশ নেওয়ার সুযোগ পেল। এ নিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৪২টিতে। 

এ দলটির নিবন্ধন দেওয়া সংক্রান্ত ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১২৭৩৭ এবং আপিল বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। ওই দলের জন্য আপেল প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নং-০৪৬।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম