Logo
Logo
×

সাহিত্য

কাল্পনিক

ফারিহা জেসমিন ইসলাম

ফারিহা জেসমিন ইসলাম

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম

কাল্পনিক

আমি কাশফুলে হাত রেখে ছুঁতে পারি তোকে, 

তোর গ্রীবার কোমলতা, তোর কন্ঠের কোকিলের স্বর।

তোর তানপুরা গান, তোর এক বৃষ্টি কান্না

আমি এই বুক দিয়ে ছুঁই।  

তোর সোনালী চোখের টলটলে  অশ্রু 

আমার বুকচিরে চলে যায় সুদূর গহীনে

নরম মেঘ হয়ে মনের আকাশে আচমকা 

ঝড়ো বেগে বয়ে যায় প্রবল। 

তোর ঐ মায়াভরা চাহনি 

উদাত্ত আহবান 

ভুলিয়ে দেয় এক পৃথিবী শোক

থামিয়ে দেয়

সহস্র  বছরের অশ্রুপাত।

আমি কাশফুলে হাত রেখে ছুঁতে পারি তোকে। 

হোক না তবে এক জনম ধরে 

এমন গভীর উষ্ণ আলিঙ্গন!

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম