Logo
Logo
×

সাহিত্য

এলে আসুক সে

Icon

ময়নুল ইসলাম

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০৩:১২ পিএম

এলে আসুক সে

প্রতীকী ছবি

আমার মনে হয়,
কুয়াশার বুক খুঁড়ে তুমি চলে আসো কাছে
অথবা অন্য কেউ সেই পথ ধরে আসুক;
একটু বসুক পাশে;
ফুটুক-কোনো দিন না ফোটা একটি গাছে- 
মনোমুগ্ধকর স্বচ্ছ শিউলি-শেফালী ফুল!

ভাসুক জলে 
বিরহের দুর্ভাবনাগুলো 
কচুরিপানার মতো!
জ্বলুক আগুন বুকে আরও-দাউদাউ করে,
যেমন করে বর্ষায় বৃষ্টি পড়ে!
নড়ে গাছের কাণ্ড, চৈত্রে বিরহী বাঁশের পাতা ঝরে!

উড়ুক অনাহারী চাতক পাখিটি
কাঠ ফাটা রৌদ্রে!
বিরহী কোকিলের মতো ডাকুক 
একটি ডাহুক পাখি নিস্তব্দ রাতে!
হাতে হেলান দিয়ে চেয়ে থাকি আমি 
প্রকৃতির চরম অরাজকতার অপ্রকৃতিস্থ শীতে!

মনে হয় আঁধারের বুক চিড়ে তুমি আসো,
অথবা অন্য কেউ এলে আসুক;
তোমার দেখানো পথে!
এসে আড়াল থেকে উঁকি দিয়ে দেখুক 
একটি বিরহী বুকের খাঁচায় 
আটকে পড়া ছটফট পাখির মন 
কেমন কষ্টে কাঁদে, থাকে- 
কারোর শুভাগমনের প্রতীক্ষায়!

এলে আসুক ফিরে
নিজ নিজ ঘরে!
ফিরে আসুক আমার অথবা কারোর প্রিয়তমা- 
একজন অমৃতময়ী, নীলাচল,
স্বজনহারা সুলেখা অথবা মালবিকা!
প্রকৃতির পালাবদলের ঋতুচক্রে 
আবর্তিত হয়ে আসলে আসুক আমার মালবিকা
একজন পথিকৃতের দেখানো পরিচ্ছন্ন পথ ধরে!

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম