ফাইল ছবি
মানুষ ছোটে
মানুষ জেহেল হৃদয়ে, মোহাবিষ্ট হয়ে
মিথ্যে স্বস্তির অন্নেষণে ছোটে, মানুষ কুফরীর
মায়াজালে আটকে গিয়ে আঁতকে আঁতকে ওঠে!
মানুষ ছোটে
পেতে নিমিষের নিষিদ্ধ সুখ,
মানুষ বিরহী বালিশের ভাষা তর্জমায়
কষ্টার্জিত টাকায় কেনে মিথ্যে মায়া অথবা ছায়া-সুখ!
মানুষ শরীয়তের রাস্তা ভোলে উপেক্ষার ছলে,
কুফরী করে, খায় সবকিছুই-যেনো সর্বভুক;
মানুষ সস্তায় কেনে অতি স্বল্প সময়ের জন্য
সৌন্দর্যের মুখোশ পরিহিত কিছু মেকী মুখ!
মানুষ অন্ধকারে অহেতুক দোলায় দেহ
হায়া-ভুলে হুমড়ি খায় প্রযুক্তি অথবা যন্ত্রে,
মানুষ যন্ত্রেই খুঁজছে তড়িৎ সুখ, ছুটছে
ক্ষণিকানন্দের মোহে ভাবানুবাদের ভুল মন্ত্রে!
মানুষ নির্ভরশীল হয় কুফরী জীবনাচরণে
অহেতুক মিথ্যে অহংকারে;
মানুষ স্বেচ্ছায় বা অনিচ্ছায় আস্ফালন করে
অযাচিত এক বিচ্যুৎ যাপিত জীবনের হুংকারে!
মানুষ মহাগ্রন্থের সুস্পষ্ট বিধান ভোলে,
শ্রেষ্ট জীবের তকমা ছুড়ে ফেলে,
মানুষ অহেতুক মিথ্যে অহমিকায়-অকাতরে মরে
সুপ্রতিষ্ঠিত কোরান-সুন্নাহর তরীকা অবহেলে!
মানুষ শুধু শুধুই ছুটছে...
মানুষ ছুটছে অন্য অধরা কিছুর পিছু পিছু!
মানুষ অহেতুক চায় বাঁচতে
আঁকড়ে ধরে অন্য অজানা একটা বিশেষ কিছু!
মানুষ নির্বোধ-নিরেট মূর্খ, মিথ্যে আভিজাত্যের
অপ্রতিরুদ্ধ হায়াহীনতায় কমছে ফিকরশক্তি;
মানুষ বর্ণিত বিধানে খোঁজে নাকো সমাধান
মূলত, ফজিলত আর মাসায়েলেই তো চীরমুক্তি!
মানুষ শুধু শুধুই ছুটছে, অনাহারীর রিয্ক লুটছে!
মানুষ ছুটছে সম্পদের পাহাড়ের পিছু পিছু
মানুষ অকারণেই বাঁচতে চাইছে, আঁকড়ে ধরে
নশ্বর পৃথিবীর নষ্ট যা যাবতীয় কিছু...
মানুষ ছোটে,
মানুষ সর্বোৎকৃষ্ট শ্রেষ্ট জীব বটে,
মানুষ অবিরাম মিথ্যে মায়ামৃগের পিছু ছোটে...
এ ছুটে চলায় পরপারে আদৌ কি কিছু জোটে?