প্রতীকী ছবি
কেউ পড়ে না
বই নয়, বিরহী মন!
কেউ দেখে না
জেলখানা নয়, একটি জীবন!
কেউ ভোলে না
ভালোবাসা নয়, কিছু স্মৃতি!
সে জানে না একটি অপ্রকাশিত প্রেম
বোঝে না একটি কবিতা-কিছু গান-একটু প্রীতি!
তাই, সে ডাকেনি অথবা ডাকে না...
তাই, সে জাগে না...
কেউ দেখে না...
কেউ ভাবে না...
তাই, সে পড়েনি একদিন, কোনোদিন
একটি অপঠিত বই নয়, একটি বিরহী মন!
সে দেখল না...দেখেনি অথবা ইচ্ছে করেই দেখে না
জেলখানা নয়, একটি কয়েদী জীবন!
আমি ভুলিনি
ভালোবাসা নয়, কিছু অমোছনীয় স্মৃতি!
তাই অনেক অব্যক্ত কথা...
বুকে চেপে রেখেই সেদিন সবিনয়ে হয়েছিল
আমাদের অসমাপ্ত আলাপের অনিচ্ছাকৃত ইতি!