বর্ণাঢ্য আয়োজনে পালিত যুগান্তরের রজতজয়ন্তী উৎসব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম
যমুনা ফিউচার পার্কের মহল কনভেনশন হলে শনিবার যুগান্তরের রজতজয়ন্তী অনুষ্ঠানে শহিদ নাঈমুরের বাবা খলিলুর রহমানকে ক্রেস্ট তুলে দিচ্ছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম এবং যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার। পাশে যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সোনিয়া সারিয়াত, মনিকা নাজনীন ইসলাম, সুমাইয়া রোজালিন ইসলাম ও শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। ছবি: যুগান্তর
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ আব্দুল গণি শেখের স্ত্রী লাকী আক্তারকে ক্রেস্ট তুলে দিচ্ছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম ও যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার। ছবি: যুগান্তর
যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম ও যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদারকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। ছবি: যুগান্তর
যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম ও গ্রুপ পরিচালকদের সঙ্গে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি: যুগান্তর
যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদারকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন গ্রামীণফোনের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। ছবি যুগান্তর
যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমানউল্লাহ। ছবি: যুগান্তর
যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো.শামীম ইসলামকে শুভেচ্ছা জানাচ্ছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাইল করিম মল্লিক। ছবি: যুগান্তর
যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো.শামীম ইসলাম ও যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদারকে শুভেচ্ছা জানাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হেলাল হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। ছবি: যুগান্তর
যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম ও যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী ফাহিম আহমেদ। ছবি: যুগান্তর
যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আনোয়ার আলদীন। ছবি: যুগান্তর
যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদারকে শুভেচ্ছা জানাচ্ছেন ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন্স ইকরাম কবির ও হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন্স অ্যান্ড মিডিয়া রিলেশন্স আবদুর রহিম। ছবি: যুগান্তর
এক এক করে পঁচিশ বছর পেরিয়ে ২৬ বছরে পা রাখল যুগান্তর। দিনটিকে স্মরণীয় রাখতে শনিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে মুঘল কনভেনশন সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।