চার শহিদ পরিবারকে যমুনা গ্রুপের সম্মাননা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৩ পিএম
জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ চারজনের পরিবারকে সম্মাননা দিয়েছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ। যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে চার শহিদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ (২ লাখ টাকা) তুলে দেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম।
শনিবার বিশ্বের তৃতীয় এবং এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের মহল হল রুমে আয়োজিত অনুষ্ঠানে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম ইসলাম, যমুনা গ্রুপের পরিচালক সোনিয়া সারিয়াত, পরিচালক মনিকা নাজনীন ইসলাম, পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম, পরিচালক এসএম আব্দুল ওয়াদুদ ও যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার উপস্থিত ছিলেন।
শহিদ আবু সাঈদের ক্রেস্ট তার বড় ভাই আবু হোসেন, শহিদ মো. আব্দুল গণির ক্রেস্ট তার বাবা আব্দুল মজিদ শেখ, মা লাকী আক্তার, ছেলে আলামিন ও মেয়ে জান্নাত, শহিদ নাঈমুর রহমানের ক্রেস্ট তার বাবা খলিলুর রহমান ও মা নাসিমা বেগম এবং শহিদ মো. গোলাম নাফিজের ক্রেস্ট তার মা নাজমা আক্তার নাসিমা ও ভাই গোলাম রাসেল নাদিম গ্রহণ করেন