Logo
Logo
×

আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের নির্যাতন, দেখুন ছবিতে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম

নেদারল্যান্ডসে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের নির্যাতন, দেখুন ছবিতে

নেদারল্যান্ডসের আমস্টারডামে বেশ কয়েকজন ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির পুলিশ। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা করে রক্তাক্ত করা হয়েছে। খবর আল-জাজিরার।

রোববার আন্দোলনকারীরা শহরের ড্যাম স্কয়ারে জড়ো হলে তাদেরকে ছত্রভঙ্গ করতে জলকামান ও রায়ট কার ব্যবহার করে পুলিশ।

দেশটিতে সম্প্রতি ইসরাইলি ফুটবল সমর্থকদের ওপর হামলা হয়েছে। এর প্রেক্ষিতে আমস্টারডামে যে কোনো ধরনের বিক্ষোভে নিষেধাজ্ঞা দিয়েছে আমস্টারডাম ডিস্ট্রিক্ট কোর্ট।

আন্দোলনকারীদের ওপর নির্যাতনের চিত্র দেখুন ছবিতে। 

পুলিশের নির্যাতনে রক্তাক্ত হয়েছেন এক নারী আন্দোলনকারী। 
এক নারী আন্দোলনকারীকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। নিজের মোবাইলে ফিলিস্তিনের পতাকা বের করে ‘বিজয়’  সাইন দেখাচ্ছেন তিনি। 
ড্যাম স্কয়ারে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থান নিয়েছেন ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা। 
‘এই বিক্ষোভের সঙ্গে ইহুদিবিদ্বেষের কোনো সম্পর্ক নেই’, বলেন ৩৭ বছর বয়সি আলেকজান্ডার ভ্যান স্টোক্কুম । 

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম