Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তান রাশিয়া পরস্পরকে সমর্থন দিচ্ছে: মস্কো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:৪৫ এএম

পাকিস্তান রাশিয়া পরস্পরকে সমর্থন দিচ্ছে: মস্কো

ড. আলেকজান্ডার ডি. খোজিন

গত তিন চার বছরে পাকিস্তান ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত রুশ কনসাল জেনারেল ড. আলেকজান্ডার ডি. খোজিন।

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পাকিস্তান ও রাশিয়া দু দেশই এ অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা আনার চেষ্টা করছে এবং আমরা পরস্পরকে সমর্থন দিচ্ছি।”

তিনি জানান, পাকিস্তান ও রাশিয়ার মধ্যে সম্প্রতি বাণিজ্য উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে এবং দু'দেশের সরকার পারস্পারিক স্বার্থে কাজ করছে। সে কারণে ইসলামাবাদ ও মস্কোর মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার হচ্ছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাকিস্তান সফর করবেন কিনা- এমন এক প্রশ্নের জবাবে খোজিন বলেন, “বিষয়টি সম্পূর্ণভাবে প্রেসিডেন্ট পুতিনের ওপর নির্ভর করছে এবং কূটনীতিকদের কাজ হচ্ছে সেতুবন্ধন তৈরি করে দেয়া।”

রাশিয়ার এ কূটনীতিক আফগানিস্তানে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া, ইসরাইল-ফিলিস্তিন সংকট, বায়তুল মুকাদ্দাস নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, দেশটির সঙ্গে রাশিয়ার বর্তমান সম্পর্ক ও টানাপড়েন এবং কথিত এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার ব্যর্থতার দিক নিয়েও কথা বলে

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম