
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ১০:১১ এএম
পাঞ্জাবে ৪৪ হাজার স্কুলশিক্ষকের পদ বাতিল

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ পিএম

আরও পড়ুন
পাকিস্তানের পাঞ্জাবজুড়ে সরকারি স্কুলের ৪৪ হাজার শিক্ষকের পদ বাতিল করা হয়েছে।স্কুলগুলোর আউটসোর্সিংয়ের কারণে পদগুলো বাতিল করা হয়েছে বলে প্রদেশটির স্কুল শিক্ষা বিভাগ জানিয়েছে।
শিক্ষকরা বলছেন, এমন সিদ্ধান্তের ফলে প্রদেশের তরুণদের মধ্যে বেকারত্ব বাড়বে।
এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, পাঞ্জাবের শিক্ষা বিভাগ শিক্ষক ও স্কুলের কর্মী মিলে ৪৪ হাজারের বেশি পদ বাতিল করেছে। বর্তমানে হাজার হাজার স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থী সরকারি স্কুলে নিয়োগ পাওয়ার চেষ্টা করছেন। আর এ সময়েই এমন সিদ্ধান্ত এলো।
পাঞ্জাবে সর্বশেষ ২০১৮ সালে শিক্ষক নিয়োগ করা হয়। সাত বছর ধরে শূণ্য পদে নিয়োগের দাবি করে এসেছে শিক্ষকদের ইউনিয়ন। কিন্তু সরকার তাদের দাবি প্রত্যাখান করে।
এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সরকারি স্কুলগুলোতে প্রায় ১ লাখ শিক্ষকের সংকট আছে। এর কারণে স্কুলগুলোকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
এদিকে শূণ্য পদ পূরণ করতে ব্যর্থ হওয়ায় শুধু শিক্ষার্থীদের পড়াশোনাতেই প্রভাব পড়ছে এমন না, বরং তরুণদের মাঝেও বাড়ছে হতাশা।
পাঞ্জাবের স্কুল শিক্ষা বিষয়ক বিভাগ শিক্ষকদের পদ বাতিল করে তাদেরকে অন্য প্রতিষ্ঠানে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। এ পর্যন্ত পাঞ্জাবের প্রায় ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে।
কর্মকর্তারা বলছেন, এ সিদ্ধান্ত স্কুল শিক্ষা বিভাগ ও শিক্ষা বিষয়ক কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আউটসোর্সিং বলতে বুঝানো হয়েছে, সরাসরি নিয়োগ না দিয়ে বেসরকারি মালিকানায় শিক্ষক নিয়োগ দেওয়া।