
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ১১:১০ এএম
পাকিস্তানের প্রখ্যাত কৌতুক অভিনেতা জাভেদ কোডুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৩:০৩ পিএম
-67fb7df277148.jpg)
আরও পড়ুন
পাকিস্তানের কিংবদন্তি কৌতুক অভিনেতা জাভেদ কোডু লাহোরে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইন্তেকাল করেছেন।
রোববার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।
এতে বলা হয়, জাভেদ কোডু মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনয়জীবনে তিনি ১৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং অসংখ্য মঞ্চনাটকে অংশ নিয়েছেন।
অভিনয়ে নিখুত সময়জ্ঞান ও অনবদ্য প্রতিভার জন্য জাভেদ কোডু দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। কৌতুক অভিনয়ের জগতে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে পাকিস্তানি বিনোদন জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
জাভেদ কোডু এক কিংবদন্তি কৌতুক অভিনেতার গল্প
জাভেদ কোডু যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে হাস্যরসের মাধ্যমে দর্শকদের মন জয় করে এসেছেন। তিনি শুধু একজন কৌতুক অভিনেতাই ছিলেন না, ছিলেন একজন সাংস্কৃতিক প্রতিভা যিনি হাসির আড়ালে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতেন।
কর্মজীবন ও অবদান
জাভেদ কোডু মূলত লাহোরের থিয়েটার জগতে অভিনয় শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি পাকিস্তানি বিনোদন অঙ্গনের এক অমূল্য সম্পদে পরিণত হন। তার অভিনীত মঞ্চনাটকগুলো শুধুমাত্র দেশেই নয়, বিদেশেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপে প্রবাসী পাকিস্তানিদের কাছে তিনি ছিলেন দারুণ জনপ্রিয়।
তিনি ১৫০টিরও বেশি উর্দু ও পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় করেছেন। টেলিভিশনের পর্দাতেও তাঁর উপস্থিতি ছিল বেশ শক্তিশালী। জাভেদ কোডু এমন একজন শিল্পী ছিলেন, যিনি সংলাপ ছাড়াও শুধু অভিব্যক্তি দিয়ে মানুষকে হাসাতে পারতেন। তাঁর কৌতুকপূর্ণ চরিত্রে হাসির পাশাপাশি সামাজিক বার্তাও থাকত।
জাভেদ কোডুর কৌতুক সব শ্রেণির দর্শকের কাছেই জনপ্রিয় ছিল। তিনি রসিকতা করতেন কখনোই কাউকে ছোট না করে, বরং এমনভাবে পরিবেশন করতেন যেন সবাই তাতে আনন্দ পায়। তার কণ্ঠ, অঙ্গভঙ্গি ও সংলাপ বলার ভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী এবং অত্যন্ত প্রাণবন্ত।