
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ১০:৫৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১২:১৪ পিএম

আরও পড়ুন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী মঙ্গলবার ইসলামাবাদের একটি আদালতে হাজির করার নির্দেশ দেওয়ার পর রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ তার জন্য অতিরিক্ত নিরাপত্তা চেয়েছে।
রোববার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আফজাল মজোকা ইমরান খানকে একাধিক মামলায়, যার মধ্যে রয়েছে হত্যাচেষ্টার অভিযোগ ও ভুয়া রসিদের মামলাসহ, জামিন শুনানির জন্য আদালতে হাজির করতে বলেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই আদেশের প্রেক্ষিতে আদিয়ালা জেলের সুপারিনটেনডেন্ট ইসলামাবাদ পুলিশকে একটি চিঠি লিখেছেন, যাতে ইমরান খানের সম্ভাব্য হাজিরার সময় তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।
জেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামাবাদ পুলিশের জবাব পাওয়ার পর বিষয়টি আদালতকে জানানো হবে। উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে গ্রেফতার হওয়ার পর থেকে ইমরান খানকে এখনো পর্যন্ত কোনো আদালতে সরাসরি হাজির করা হয়নি। তার সব বিচার কার্যক্রমই আদিয়ালা জেলের ভেতরে অনুষ্ঠিত হয়ে আসছে।
এই নতুন আদেশ ইমরান খানের মামলাগুলোর বিচার প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।