
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ১০:৫৭ এএম
ইমরানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে নিজ দলের মধ্যেই বাগবিতণ্ডা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৩:০৫ পিএম

ইমরান খান। ছবি: সংগৃহীত
আরও পড়ুন
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)- এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে দলটির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মৌখিক বাগবিতণ্ডা চলছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
সূত্রের দাবি, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কর্মকর্তাদের কাছে দেওয়া তালিকায় পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান এবং ব্যারিস্টার আলী জাফরের নাম ছিল না, কিন্তু তারা দুজনেই ইমরান খানের সঙ্গে দেখা করেছেন। পরিপ্রেক্ষিতে পিটিআইয়ের কিছু জ্যেষ্ঠ সদস্য আপত্তি জানিয়েছেন।
ব্যারিস্টার গহর খান ‘মঞ্জুর-ই-নজর (প্রিয়)’ শব্দটি ব্যবহার নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন।
বুধবার (১০ এপ্রিল) সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পিটিআই প্রতিষ্ঠাতার সকলের প্রতি আস্থা রয়েছে এবং জাফর একজন সৎ ব্যক্তি।
তিনি জোর দিয়ে বলেন, ‘আমি মঞ্জুর-ই-নজর শব্দটি নিয়ে গুরুতর আপত্তি প্রকাশ করছি, তবে পদ ছেড়ে দিতে হলেও আমি দলকে ঐক্যবদ্ধ করতে চাই। ’
সিনেটে বিরোধীদলীয় নেতা জাফর তখন পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজার ‘অভিযোগ’ নিয়ে দুঃখ প্রকাশ করেন। ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি দাবি করেন যে, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের বিষয়ে রাজার মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
তিনি বলেন, ইমরান তাকে সাক্ষাতের অনুমতির বিষয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
সিনেটর জাফর আরও বলেন, ইমরান খানের সঙ্গে দেখা করার অধিকার সবার আছে। তিনি জানিয়েছেন যে, তিনি (ইমরান) দেশের স্বার্থে যে কারও সঙ্গে কথা বলতে উন্মুক্ত।
এর আগে হাইকোর্টের বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলা সময় আকরাম রাজা বলেন, সকলে একমত হয়েছিলেন যে তিনি ছয়জন আইনজীবীর নাম প্রদান করবেন। তবে, মঙ্গলবার, শুধুমাত্র মঞ্জুর-এ-নজারকে দলের চেয়ারম্যানের সাথে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছিল এবং তিনি যে ছয়জন আইনজীবীকে প্রদান করেছিলেন তাদের নাম অনুমতি দেওয়া হয়নি।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ইসলামাবাদের খাইবার পাখতুনখোয়া হাউসে পিটিআই চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।