
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ১১:১১ এএম
নীল চোখের সেই ভাইরাল চা-ওয়ালার পাসপোর্ট জব্দ করলো পাকিস্তান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১০:৫৬ পিএম

আরও পড়ুন
অনলাইন দুনিয়ায় ভাইরাল পাকিস্তানের নীল চোখের চা-ওয়ালা আরশাদ খানের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট জব্দ করেছে দেশটির জাতীয় ডেটাবেজ ও নিবন্ধন এবং পাসপোর্ট কর্তৃপক্ষ। নাগরিকত্বের প্রমাণপত্র জমা দিতে না পারায় এমন সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠান দুটি।
ইসলামাবাদের এক বাজারে চা বিক্রি করার সময় তার একটি ছবি ভাইরাল হওয়ার পর রাতারাতি খ্যাতি অর্জন করেন আরশাদ খান। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর।
লোকজন তার চোখের রঙ ও চেহারার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে ‘চা-ওয়ালা’ নামে চিনতে শুরু করে।
হঠাৎ এমন জনপ্রিয়তার ফলে আরশাদকে দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো সাক্ষাৎকারে ডাকে; পাশাপাশি বিভিন্ন মডেলিংয়ের প্রস্তাবও পান তিনি।
শুধু পাকিস্তান নয়, তার এই সৌন্দর্যমাখা ছবি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। ফলে তিনি আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন।
জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট স্থগিতের বিরুদ্ধে লাহোর হাই কোর্টের রাওয়ালপিন্ডি বেঞ্চে এক আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন তিনি। এতে তার দাবি, তাকে ১৯৭৮ সালের পূর্বে পাকিস্তানে বসবাসের প্রমাণ দিতে বলা হচ্ছে।
এই প্রেক্ষিতে আদালত ১৭ এপ্রিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নথিসহ হাজির হতে নির্দেশ দিয়েছে।
আদালতে শুনানির সময় আরশাদের আইনজীবী গিলানি বলেন, আরশাদ পাকিস্তানি স্বপ্নের প্রতীক—একজন সাধারণ ছেলে থেকে আন্তর্জাতিক তারকায় রূপান্তরিত হওয়ার বাস্তব উদাহরণ।
২০২০ সালে ‘ক্যাফে চাওয়ালা’ নামে ইসলামাবাদে নিজের একটি চায়ের দোকান চালু করেন আরশাদ। দোকানটি ট্রাক আর্ট-থিমে সাজানো, যাতে পাকিস্তানি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। দোকানের অভ্যন্তরে রঙিন সাজসজ্জার ব্যবহার এটিকে আরও আকর্ষণীয় করে তোলো।
এক সাক্ষাতকারে আরশাদ বলেছিলেন, ‘অনেকেই আমাকে দোকানের নাম থেকে ‘চাওয়ালা’ শব্দটি বাদ দিতে বলেছিলেন। কিন্তু আমি মনে করি, এই নামটিই আমাকে একটি আলাদা পরিচয় দিয়েছে, যা আমি সারাজীবন ভালোবেসে আগলে রাখব।’
তিনি আরও জানান, ভবিষ্যতে তিনি এমন একটি সংগঠন প্রতিষ্ঠা করতে চান, যা যুবসমাজের শিক্ষা এবং বিশেষ করে দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে এবং তরুণরা নিজেরাই সম্মানজনক উপার্জনের পথ তৈরি করতে পারে।