
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৮:০৪ এএম
পিটিআই ছাড়লেন পাঞ্জাবের হাম্মাদ আজহার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৪:২৭ পিএম

আরও পড়ুন
কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের দল ছাড়লেন দলটির পাঞ্জাব প্রদেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাম্মাদ আজহার। পিটিআই নেতা আজম স্বাতীর অভিযোগের পর বুধবার তিনি দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। খবর সামা টিভির।
দলের সব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন আজহার। পদত্যাগের বিষয়ে জারি করা এক বিবৃতিতে আজহার বলেন, আজম স্বাতী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে জানিয়েছিলেন যে আলিয়া হামজা তার কাজে বাধার সম্মুখীন হচ্ছেন।
আজহার আরও বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা যখন বাধা সৃষ্টিকারী ব্যক্তির পরিচয় জানতে চান, তখন স্বাতী আমার নাম বলেন।
আজহার আরও বলেন, তিনি আলিয়া হামজাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কখনও তার কাছ থেকে কোনও বাধার মুখোমুখি হয়েছেন কিনা, যার উত্তরে তিনি (আলিয়া) বিস্ময় প্রকাশ করেছেন।
তিনি বলেন, এই ইস্যুর সমাধান সহজ ছিল, কারণ গত বছরের জুনে আমার ক্ষমতা চারজন আঞ্চলিক প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, আমার পরামর্শ বা সম্মতি ছাড়াই আমার নির্বাচনী এলাকার সংগঠন করা হয়েছে।
আজহার জানান, তিনি এর আগে দু’বার পদত্যাগ করলেও তার পদত্যাগপত্র প্রত্যাখ্যান করা হয়েছে।
তবে এবার তিনি পদত্যাগের বিষয়টি চূড়ান্ত বলে ঘোষণা দিয়েছেন। আজহার বলেন, একজন কর্মী হিসেবে আমি ভবিষ্যতেও আমার নেতার আনুগত্য করে যাব।