
প্রিন্ট: ৩১ মার্চ ২০২৫, ০৯:৩৯ পিএম
পাকিস্তানে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৯:৫৯ পিএম

আরও পড়ুন
পাকিস্তানের ফয়সালাবাদ শহরে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার শহরটির সান্দাল বার এলাকায় এ ঘটনা ঘটে। খবর জিও নিউজের।
বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে মোটরসাইকেলে চড়ে বাড়ির দিকে ফিরছিলেন ওই দম্পতি। তখন এ দুর্ঘটনা ঘটে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, একটি ব্রিজের সামনে ডাকাতদলের দুই সদস্য ওই দম্পতির দিকে বন্দুক তাক করে তাদেরকে থামতে বাধ্য করে। সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল লুট করে নেয় তারা।
এরপর ওই দুই ডাকাত তাদেরকে একটি আখক্ষেতে নিয়ে যায়। সেখানে তৃতীয় আরেক ডাকাতকে ডেকে আনা হয়। আখক্ষেতে স্বামীর সামনেই স্ত্রীকে ধর্ষণ করা হয়।
ইতিমধ্যে ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ফরেনসিক বিশ্লেষণের জন্য ডিএনএ পাঠানো হয়েছে।
পুলিশ ধর্ষণকারীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
এর আগে গত বছর আগস্টে পাকিস্তানে এমন একটি ঘটনা ঘটেছিল।