Logo
Logo
×

পাকিস্তান

আদিয়ালা কারাগারে বন্দি ইমরানের সব ধরনের বৈঠক নিষিদ্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০৭:৩৮ পিএম

আদিয়ালা কারাগারে বন্দি ইমরানের সব ধরনের বৈঠক নিষিদ্ধ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান বতর্মানে তোষাখানা মামলায় দেশটির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। ওই কারাগারে দুই সপ্তাহের জন্য সব ধরনের বৈঠক নিষিদ্ধ করা হয়েছে।

পাঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে, নিরাপত্তাজনিত কারণে আদিয়ালা কারাগারে সব ধরনের মিটিং এবং সাক্ষাৎকার নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার জিও নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কারাগারের বাইরে কাঁটাতার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা, গোয়েন্দা ব্যুরো এবং কারাগারের কর্মীদের নতুন করে নিরাপত্তা অডিট একদিনের মধ্যে করা হবে। কারাগার প্রাঙ্গণে সবার দেহ তল্লাশি করা হবে এবং কারাগারের আশপাশে একটি ক্লিয়ারেন্স অপারেশন চালানো হবে।

কারাগারের ভেতরে কাজ করা সরকারি ঠিকাদারদের নিরাপত্তা ছাড়পত্রও চাওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

৩১ বছরের সাজাপ্রাপ্ত ইমরানকে গত বছরের সেপ্টেম্বরে এটক কারাগার থেকে আদিয়ালা কারাগারে স্থানান্তরিত করা হয়। কারাবাসকালীন তার আইনজীবী, দলীয় নেতা এবং পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠকের জন্য সোম ও বৃহস্পতিবার বরাদ্দ ছিল।

বৃহস্পতিবার পাকিস্তানের নির্ভরযোগ্য গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, গত বুধবার এ কারাগারে ‘সন্ত্রাসী হামলার’ চেষ্টা চালানো হয়। এক যৌথ অভিযানে ওই রাতে কেন্দ্রীয় আদিয়ালা কারাগারে হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও পুলিশ। এ সময় তারা তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বলে জানানো হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম