‘পদ্মা সেতুর পড়ছে সাড়া, এবার যাব টুঙ্গিপাড়া’
আব্দুল মান্নান, ভাঙ্গা (ফরিদপুর)
প্রকাশ: ২৫ জুন ২০২২, ০৫:২৩ পিএম
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ মানুষ আসেন ভোর থেকেই জাজিরা প্রান্তে বাংলাবাজার কাঁঠালবাড়ি ঘাটে।
এর মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে বুকে-পিঠে লিখে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছে স্কুলছাত্র কিশোর শাহরিয়া। তার বুকে লেখা রয়েছে- ‘পদ্মা সেতুর পড়ছে সাড়া, এবার যাব টুঙ্গিপাড়া’।
শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়েতে কথা হয় শাহরিয়ার সঙ্গে। সে বলে, আমাদের দক্ষিণের ২১ জেলার মানুষের স্বপ্নপূরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানাতে এসেছি। আমি অনেক খুশি, এখন আমরা খুব সহজে ঢাকা যাওয়া-আসা করতে পারব। কোনো ভোগান্তির শিকার হতে হবে না।
এদিকে জনসভাস্থলে ভোর থেকেই মানুষের পদচারণায় মুখর হয়ে উঠছে। এমনকি পদ্মা সেতু হাইওয়ে এক্সপ্রেস মহাসড়কে কানায় কানায় ভরে গেছে।