Logo
Logo
×

স্বপ্নের পদ্মা সেতু

‘একটা ফিলিংস, ভাষায় বোঝানো যাবে না’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুন ২০২২, ০৫:০৩ পিএম

‘একটা ফিলিংস, ভাষায় বোঝানো যাবে না’

প্রমত্তা পদ্মা নদীর উপর শনিবার উদ্বোধন করা হলো স্বপ্নের পদ্মা সেতু। স্বপ্নের এই সেতু দেখতে ও উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দলে দলে আসেন দক্ষিণাঞ্চলের হাজারও মানুষ। আনন্দ, আবেগ, উচ্ছ্বাসে তারা ছিলেন উদ্বেলিত।

পদ্মা সেতু দেখতে আসা এক বৃদ্ধ বলেন, আমরা জীবনেও ভাবি নাই পদ্মা সেতু হবে। জীবনে যেই কষ্ট পাইছি আমরা দক্ষিণ বঙ্গের মানুষ, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে আমাদের এত আনন্দ, গর্বে বুক ভরে যাচ্ছে যে এত সুন্দর একটা জিনিস নেত্রী করেছেন। তাকে আমরা ধন্যবাদ জানাই।

রাজবাড়ীর পাংশা থেকে আসা এক যুবক বলেন, পদ্মা সেতু আমাদের চলাচল সহজ করে দেবে। কোনো যানজট থাকবে না। শিগগিরই আমরা রাজবাড়ী থেকে ঢাকা যেতে পারব।

আরেকজন বলেন, সারা বাংলাদেশের যে যেখানেই আছে সবাই উৎসবমুখর। কেউ বাসায় টিভিতে দেখছেন। আমরা সরাসরি এসেছি, তাই বেশি আনন্দিত। দেশের প্রতিটা মানুষই আনন্দিত। আমার মনে হয়, স্বাধীনতার পর এর চেয়ে ভালো কোনো বিষয় আমাদের সামনে আসে নাই।

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে একজন মুক্তিযোদ্ধা এসেছেন পতাকা হাতে। তিনি বলেন, বলার কোনো ভাষা নাই। পদ্মা সেতু হবে এটা কোনোদিন ভাবি নাই। দশ বছর আগেও ভাবতে পারি নাই। এটা একটা ফিলিংস, ভাষায় বোঝানো যাবে না।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম