সংগীতশিল্পী ও সুরকার আকাশ মাহমুদ
উদ্বোধনের অপেক্ষায় থাকা পদ্মা সেতু নিয়ে ছয়টি গান করেছেন সংগীতশিল্পী ও সুরকার আকাশ মাহমুদ। প্রথম গানটি গেয়েছিলেন আজ থেকে আট বছরেরও বেশি সময় আগে।
এরপর সেতুর কাজ এগিয়েছে, পাশাপাশি আকাশের গানের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। সব গান নিজ উদ্যোগেই গেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি নতুন যে গানটি তিনি গেয়েছেন সেটির শিরোনাম ‘পদ্মা সেতুর উদ্বোধনী গান’। এটি লিখেছেন ও সুর করেছেন আকাশ মাহমুদের বাবা জাকির মাস্টার। গানটির ভিডিওর শুটিংও হয়েছে সেতু সংলগ্ন পদ্মার পাড়ে। ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ।
এ প্রসঙ্গে আকাশ মাহমুদ বলেন, ২০১৪ সালে সর্বপ্রথম পদ্মা সেতু নিয়ে গান করি। পরবর্তীতে আরো চারটি গান করি। এবার বাবার লেখা পদ্মা সেতুর উদ্বোধনী নিয়ে ছয় নম্বর গান প্রকাশ করতে যাচ্ছি। আমার বড়ভাই আশিক মাহমুদ গানটির মিউজিক ভিডিও করেছেন। আশা করি ভালো লাগবে সবার।
প্রসঙ্গত, এর আগে আকাশ পদ্মা সেতু নিয়ে ‘পদ্মা সেতু করিব নির্মাণ’, ‘পদ্মা সেতু করতেছি নির্মাণ’, ‘বীর বাঙালি পদ্মা সেতু’, ‘ধুম ধাড়াক্কা পদ্মা সেতু’ ও ‘পদ্মা সেতু হইলো’ শিরোনামের গান নিজের কণ্ঠে তুলেছেন।