
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ০১:২৪ এএম
স্মরণ: পাবলো পিকাসো

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
বিশ্বখ্যাত চিত্রশিল্পীদের মধ্যে এক অনন্য নাম পাবলো পিকাসো। চিন্তায় নতুনত্ব ও ব্যতিক্রমী উপস্থাপনের জন্য জীবদ্দশাতেই কিংবদন্তি হয়ে ওঠা এ চিত্রশিল্পীর জন্ম ১৮৮১ সালের ২৫ অক্টোবর, স্পেনে। চিত্রকলা ও ভাস্কর্যে উত্তর আধুনিকতার জনকও বলা যায় তাকে। সাত দশকেরও বেশি সময় ধরে কাজ করে তিনি বিশ্বের চারুকলাকে সমৃদ্ধ করেছেন। পিকাসোর হাতে বাস্তববাদী অঙ্কনরীতি যেমন নতুন মাত্রা পেয়েছে, তেমনি পরাবাস্তববাদী শিল্পরীতিও সমৃদ্ধ হয়েছে তার প্রতিভার স্পর্শে। স্পেনের গৃহযুদ্ধ নিয়ে রয়েছে তার বিশ্বখ্যাত শিল্পকর্ম ‘দেমোইসেল্লেস দ্য অ্যাভিগনন’ ও ‘গুয়ের্নিকা’। ১৯৭৩ সালের এই দিনে ছবির জাদুকরের জীবনাবসান ঘটে।