স্মরণ: খান আব্দুল গাফফার খান

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের পশতুন নেতা খান আব্দুল গাফফার খান ১৮৯০ সালের ৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনে এবং উত্তর-পশ্চিম সীমান্তে বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক দাঙ্গা রোধে মহাত্মা গান্ধীর অহিংস নীতি প্রচার ও ধারণ করার জন্য তাকে সীমান্ত গান্ধী উপাধি দেওয়া হয়। ১৯৬৭ সালে ‘নেহেরু পুরস্কার’ এবং ১৯৮৭ সালে ‘ভারতরত্ন পুরস্কারে’ সম্মানিত হন খান আব্দুল গাফফার খান। তিনি ১৯৮৮ সালের ২০ জানুয়ারি মৃত্যুবরণ করেন।