jugantor
সালমা হায়েকের স্বপ্নপূরণ

  তারা ঝিলমিল ডেস্ক  

১৬ অক্টোবর ২০১৪, ০০:০০:০০  | 

স্বপ্ন গণ্ডিবদ্ধ কোনো ধারণা নয়। জীবনের প্রতিটি মুহূর্তের স্বপ্ন আসলে বাস্তবতার ঘেরাটোপে চাওয়া-পাওয়ার তীব্র প্রতিক্রিয়া। তাই ছেলেবেলার স্বপ্ন আর মাঝ-বয়সীর স্বপ্নের মধ্যেও হয় বিস্তর ফারাক। একজন বিশ্বনন্দিত তারকাখ্যাতিসম্পন্ন অভিনেত্রী হয়ে আকাশের চাঁদ হাতে পেলেও অনেক কিছুই যে এখনও অধরা সেটা অকপটেই স্বীকার করেন লেবানিজ অভিনেত্রী সালমা হায়েক। আর সেই অধরাদের একটি হালে হাতের মুঠোয় আনতে পেরে আনন্দে বাগবাগ এই কৃষ্ণকেষী সুন্দরী। লেবাননি লেখক কাহলিল জিবরানের নামের সঙ্গে পরিচয় না হয়ে উঠলেও এক্কেবারে ছেলেবেলায় দাদুর কোলে বসে শোনা হতো তার বই থেকে দু-এক পঙ্ক্তি। আর জিবরানের ‘দ্য প্রোফেট’ বইটি তখন থেকেই মাতিয়ে তুলেছিল শিশু সালমাকে। একেবারে শৈশবে দাদুর মুখনিঃসৃত সেই গল্পের বই সঙ্গী হয় কৈশোরে। তারুণ্য থেকে আজকের মধ্যবয়স অব্দি বহুবার পাতা উল্টেছেন বইটার। নিজের মনে এঁকেছেন বইটার প্রতিটি অধ্যায়। আর তারই ধারাবাহিকতায় প্রতেকবার নিজের এক একটি সত্তাকে খুঁজে পেয়েছেন বইটির অধ্যায়গুলোর আধ্যাÍবাদের আলোচনায়। তাই স্বপ্ন বোনা শুরু, মনের গহিনে গেঁথে থাকা বাণীগুলোই পৌঁছে দিতে হবে সব শিশুর কোমল মনে। সেই প্রত্যয় থেকেই প্রযোজনা করে ফেললেন অ্যানিমেটেড মুভি ‘দ্য প্রোফেট’। ‘ঈশ্বরপ্রেরিত মহামানব’দের নিয়ে ছেলে ছোকরাদের কার্টুন ছবি এও কি সম্ভব! এমন ভেবে যারা চোখ কেুাচকাচ্ছেন তাদের জন্যই হয়তো সালমা হায়েক সাম্প্রতিক এক সাক্ষাৎকারেও তার নিজস্ব অভিমতটা জানিয়ে দিলেন, ‘পৃথিবীতে ধর্মগুলো আছে মানুষের মনে কল্যাণকর বার্তা পৌঁছে দেয়ার জন্য। কিন্তু একজন মানুষ স ষ্টার সঙ্গে কীভাবে সম্পর্ক স্থাপন করবেন এজন্য ধর্মীয় অনুশাসনের আমি ঘোর বিরোধী। ঈশ্বর আমার, আপনার, প্রতিটি মানুষের। তাই প্রতিটি মানুষেরই অধিকার আছে নিজের মতো করে অসীম সেই অস্তিত্বের সঙ্গে নিজেকে লীন করে নেয়ার, সেখানে ধর্ম আর ধর্মীয় অনুশাসনের নামে কাউকে বঞ্চিত করা বরং আমার দৃষ্টিতে অধর্ম।’ কোমলমতি শিশু থেকে সব বয়সী মানুষের কাছে ধর্ম আর ঈশ্বরচিন্তার সেই অমোঘ বাণীগুলোকে খুব সাধারণ দৃষ্টিকোণ থেকে পৌঁছে দেয়ার জন্যই ‘দ্য প্রোফেট’-এর নির্মাণ বলে জানান সালমা। তবে বিশ্বব্যাপী ব্লকবাস্টার বাণিজ্যিক ছবির ভিড়ে এই অফট্র্যাক ঘরানার ছবির নির্মাণ আর প্রচারণা নিয়ে যে যথেষ্ট ঝক্কি পোহাতে হচ্ছে সেটা অকপটেই স্বীকার করেন সালমা। সবকিছুর পাশাপাশি সালমা হায়েক তার নিজের অভিনীত ‘আগলি বেটি’ সিরিজটির বিশ্বব্যাপী জনপ্রিয়তার পার্শ্বপ্রতিক্রিয়ায় যথেষ্ট বিরক্ত। সাম্প্রতিক সময়ে মিসরীয় এক টিভি চ্যানেলে ‘আগলি বেটি’র হুবহু অনুকরণে একটি টিভি শোর প্রচারে ব্যাপারে তীব্র হতাশা আর ক্ষোভ জানিয়ে সালমা হায়েক এক সাক্ষাৎকারে। সবকিছুর পাশাপাশি এ বছরই মুক্তির প্রতিক্ষায় থাকা ‘এভারলি’ আর তার স্বামী-সন্তান নিয়ে ব্যস্ততাটাও কম ঘিরে রাখেনি সালমাকে। এতকিছুর পরও আটচল্লিশে পা দেয়া সালমা হায়েক এখনও তারুণ্যের হৃদস্পন্দন বাড়িয়েই চলেছেন, ঠিক যেমনটি করেছিলেন ‘ডেসপারেডো’ কিংবা ‘দ্য হাঞ্চব্যাক’-এর পর্দায়।



সাবমিট

সালমা হায়েকের স্বপ্নপূরণ

 তারা ঝিলমিল ডেস্ক 
১৬ অক্টোবর ২০১৪, ১২:০০ এএম  | 
স্বপ্ন গণ্ডিবদ্ধ কোনো ধারণা নয়। জীবনের প্রতিটি মুহূর্তের স্বপ্ন আসলে বাস্তবতার ঘেরাটোপে চাওয়া-পাওয়ার তীব্র প্রতিক্রিয়া। তাই ছেলেবেলার স্বপ্ন আর মাঝ-বয়সীর স্বপ্নের মধ্যেও হয় বিস্তর ফারাক। একজন বিশ্বনন্দিত তারকাখ্যাতিসম্পন্ন অভিনেত্রী হয়ে আকাশের চাঁদ হাতে পেলেও অনেক কিছুই যে এখনও অধরা সেটা অকপটেই স্বীকার করেন লেবানিজ অভিনেত্রী সালমা হায়েক। আর সেই অধরাদের একটি হালে হাতের মুঠোয় আনতে পেরে আনন্দে বাগবাগ এই কৃষ্ণকেষী সুন্দরী। লেবাননি লেখক কাহলিল জিবরানের নামের সঙ্গে পরিচয় না হয়ে উঠলেও এক্কেবারে ছেলেবেলায় দাদুর কোলে বসে শোনা হতো তার বই থেকে দু-এক পঙ্ক্তি। আর জিবরানের ‘দ্য প্রোফেট’ বইটি তখন থেকেই মাতিয়ে তুলেছিল শিশু সালমাকে। একেবারে শৈশবে দাদুর মুখনিঃসৃত সেই গল্পের বই সঙ্গী হয় কৈশোরে। তারুণ্য থেকে আজকের মধ্যবয়স অব্দি বহুবার পাতা উল্টেছেন বইটার। নিজের মনে এঁকেছেন বইটার প্রতিটি অধ্যায়। আর তারই ধারাবাহিকতায় প্রতেকবার নিজের এক একটি সত্তাকে খুঁজে পেয়েছেন বইটির অধ্যায়গুলোর আধ্যাÍবাদের আলোচনায়। তাই স্বপ্ন বোনা শুরু, মনের গহিনে গেঁথে থাকা বাণীগুলোই পৌঁছে দিতে হবে সব শিশুর কোমল মনে। সেই প্রত্যয় থেকেই প্রযোজনা করে ফেললেন অ্যানিমেটেড মুভি ‘দ্য প্রোফেট’। ‘ঈশ্বরপ্রেরিত মহামানব’দের নিয়ে ছেলে ছোকরাদের কার্টুন ছবি এও কি সম্ভব! এমন ভেবে যারা চোখ কেুাচকাচ্ছেন তাদের জন্যই হয়তো সালমা হায়েক সাম্প্রতিক এক সাক্ষাৎকারেও তার নিজস্ব অভিমতটা জানিয়ে দিলেন, ‘পৃথিবীতে ধর্মগুলো আছে মানুষের মনে কল্যাণকর বার্তা পৌঁছে দেয়ার জন্য। কিন্তু একজন মানুষ স ষ্টার সঙ্গে কীভাবে সম্পর্ক স্থাপন করবেন এজন্য ধর্মীয় অনুশাসনের আমি ঘোর বিরোধী। ঈশ্বর আমার, আপনার, প্রতিটি মানুষের। তাই প্রতিটি মানুষেরই অধিকার আছে নিজের মতো করে অসীম সেই অস্তিত্বের সঙ্গে নিজেকে লীন করে নেয়ার, সেখানে ধর্ম আর ধর্মীয় অনুশাসনের নামে কাউকে বঞ্চিত করা বরং আমার দৃষ্টিতে অধর্ম।’ কোমলমতি শিশু থেকে সব বয়সী মানুষের কাছে ধর্ম আর ঈশ্বরচিন্তার সেই অমোঘ বাণীগুলোকে খুব সাধারণ দৃষ্টিকোণ থেকে পৌঁছে দেয়ার জন্যই ‘দ্য প্রোফেট’-এর নির্মাণ বলে জানান সালমা। তবে বিশ্বব্যাপী ব্লকবাস্টার বাণিজ্যিক ছবির ভিড়ে এই অফট্র্যাক ঘরানার ছবির নির্মাণ আর প্রচারণা নিয়ে যে যথেষ্ট ঝক্কি পোহাতে হচ্ছে সেটা অকপটেই স্বীকার করেন সালমা। সবকিছুর পাশাপাশি সালমা হায়েক তার নিজের অভিনীত ‘আগলি বেটি’ সিরিজটির বিশ্বব্যাপী জনপ্রিয়তার পার্শ্বপ্রতিক্রিয়ায় যথেষ্ট বিরক্ত। সাম্প্রতিক সময়ে মিসরীয় এক টিভি চ্যানেলে ‘আগলি বেটি’র হুবহু অনুকরণে একটি টিভি শোর প্রচারে ব্যাপারে তীব্র হতাশা আর ক্ষোভ জানিয়ে সালমা হায়েক এক সাক্ষাৎকারে। সবকিছুর পাশাপাশি এ বছরই মুক্তির প্রতিক্ষায় থাকা ‘এভারলি’ আর তার স্বামী-সন্তান নিয়ে ব্যস্ততাটাও কম ঘিরে রাখেনি সালমাকে। এতকিছুর পরও আটচল্লিশে পা দেয়া সালমা হায়েক এখনও তারুণ্যের হৃদস্পন্দন বাড়িয়েই চলেছেন, ঠিক যেমনটি করেছিলেন ‘ডেসপারেডো’ কিংবা ‘দ্য হাঞ্চব্যাক’-এর পর্দায়।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র