jugantor
ঈদে মুখ থুবড়ে পড়েছে মানহীন অ্যালবাম

  জাহিদ আকবর  

১৬ অক্টোবর ২০১৪, ০০:০০:০০  | 

ইদানীং বাংলা গানের শ্রোতারা একটু একটু করে সচেতন হচ্ছেন। ভালো মনের গানের দিকে ঝুঁকছেন। মানহীন কথা, সুর ও গায়কীর গানের অ্যালবাম উপেক্ষা করতে শুরু করেছেন। গেল ঈদে বিভিন্ন কোম্পানি থেকে প্রকাশিত অ্যালবামের পোস্টমর্টেম রিপোর্টে এই তথ্যই জানা গেছে। শ্রোতাদের এই সচেতনতা বাংলাদেশী সঙ্গীতের সঙ্গীতের জন্য ইতিবাচক ঘটনা। যুগে যুগে ভালো গানের পাশাপাশি অসংখ্য মানহীন গানের জন্ম হয়েছে। সেইসব মানহীন গান আবার কালের আবর্তে হারিয়েও গেছে। ভালো রুচিসম্মত গান টিকে আছে, থাকবে। সেটা আরও একবার প্রমাণিত হয়েছে এবারের ঈদে।

ঈদুল আজহায় প্রায় একশ’র মতো অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে হাতেগোনা গুটিকয়েক অ্যালবাম শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে। যে অ্যালবামগুলো শ্রোতাদের মন কেড়েছ তার বেশিরভাগই ছিল ভালো কথা, সুর ও গায়কীর। মানহীন অ্যালবামগুলো মুখ থুবড়ে পড়েছে। বাংলা গানের শ্রোতারা সচেতন হয়ে উঠছেন- এটাই তার প্রমাণ।

এবার ঈদে শ্রোতাদের মনোযোগ কাড়া অ্যালবামগুলোর দিকে চোখ ফেরানো যাক। ঈদে ‘কেয়া পাতার নৌকো’ শিরোনামে প্রকাশিত একটি মিক্সড অ্যালবাম শ্রোতারা পছন্দ করেছেন। প্রিন্স মাহমুদের কাজ শ্রোতারা বরাবরই পছন্দ করে আসছেন। ভালো কথা, সুর ও কণ্ঠশিল্পী নির্বাচনের জন্য প্রশংসিত তিনি। এর আগে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। ‘কেয়া পাতার নৌকো’ অ্যালবামে গান গেয়েছেন তাহসান, ন্যান্সি, এলিটা, তপু মাহাদী প্রমুখ। অ্যালবামটি প্রকাশ করেছে জি-সিরিজ। অবসকিওর ব্যান্ডের অ্যালবাম ‘অবসকিওর ও বাংলাদেশ’ পছন্দ করেছেন শ্রোতারা। অ্যালবামে স্থান পাওয়া গানগুলো শ্রোতাদের বেশ আলোড়িত করেছে। অবসকিউরও একসময় অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন অ্যালবামের গানগুলোও শ্রোতাদের মুগ্ধ করেছে। শ্রোতাদের পছন্দের পাশাপাশি ব্যবসা সফলতার দিক থেকেও এগিয়ে আছে ‘অবসকিওর ও বাংলাদেশ’।

কাজী শুভর ‘সাদামাটা-৩’ মন জয় করেছে শ্রোতাদের। আরফিন রুমী ও রাফির সঙ্গীত পরিচালনায় অ্যালবামটি শ্রোতাদের পছন্দের তালিকায় প্রথম সারিতে রয়েছে। ব্যবসাসফলতার দিক থেকেও এগিয়ে রয়েছে ‘সাদামাটা-৩’। অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পীকে পেছনে ফেলে এই মুহুর্তে কাজী শুভ এগিয়ে আছেন। বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলে তার গাওয়া গান বাজতে শোনা যায়। নতুন অ্যালবাম ‘সাদামাটা-৩’-এর গানগুলোও আগামী কিছুদিনের মধ্যে ছড়িয়ে যাবে সবখানে। সোনা বৌ, মন পাঁজরে, তুমি বীনে আকুল পরানসহ বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। কথা, সুর ও সঙ্গীতের যথোপযুক্ত ব্যবহার ছিল ‘সাদামাটা-৩’ অ্যালবামটিতে।

সিমেনার গানের অডিওর মধ্যে শ্রোতাদের পছন্দের তালিকায় রয়েছে ‘অচেনা হৃদয়’ ছবির অডিও অ্যালবাম। ব্যবসা সফলতার দিকে দিয়েও এগিয়ে রয়েছে এ অ্যালবামটি। পরের অবস্থানে রয়েছে রাকিবুল ইসলাম রাকিব পরিচালিত ‘প্রেম করবো তোমার সাথে’ সিনেমার অডিও অ্যালবাম। আহমেদ ইমতিয়াজ বুলবুল, আরফিন রুমী, কবির বকুল, তানভীর তারেকের সুর ও সঙ্গীতে এতে গান গেয়েছেন মনির খান, আরফিন রুমি, রূপম, নওমী, রাজীব। অ্যালবামের কয়েকটি গান এরইমধ্যে শ্রোতারা নিজ কণ্ঠে গাইতেও শুরু করেছেন বলে জানা গেছে। আগামী কিছুদিনের মধ্যে হয়তো এ সঙ্গীতপ্রেমীদের ধারনা। অ্যালবাম দুটি প্রকাশ করেছে লেজারভিশন।

ফয়সাল রাব্বিকীনের কথা ও আয়োজনের ঝিলিকের একক অ্যালবাম ‘প্রথম প্রেম’ প্রকাশ হয়েছে ঈদে। এরইমধ্যে এ অ্যালবামটির কয়েকটি গান শ্রোতারা পছন্দ করেছেন। ইমরান জুয়েল মোর্শেদ, বাপ্পীসহ বেশ কয়েকজন অ্যালবামটির সুর, সঙ্গীত এবং দ্বৈতকণ্ঠে রয়েছেন। এর আগে ঝিলিকের ‘নীলাকাশ’ শিরোনামের একটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

এছাড়াও অন্যান্য প্রশংসিত অ্যালবামগুলোর মধ্যে রয়েছে সুবীর নন্দীর একক অ্যালবাম ‘গানের সুরে আমায় পাবে’, আপেল মাহমুদের ‘দ্য লিজেন্ড’, মিলন মাহমুদের ‘অচেনা শহর’ ও ধারক ব্যান্ডের অ্যালবাম ‘ধারক’। ঈদে প্রকাশিত এসব অ্যালবামের গানও শ্রোতারা তাদের পছন্দের তালিকায় রেখেছেন।

সবমিলিয়ে ঈদে প্রকাশিত অসংখ্য অ্যালবামের মধ্যে মানহীন কথা, সুর ও গায়কীর অ্যালবামগুলো শ্রোতারা এড়িয়ে ভালো মানের অ্যালবাম গ্রহণ করেছেন। অসংখ্য নিুমানের অ্যালবামের কোনো খবরই ছিল না এবারের ঈদে। যদিও ফেসবুকের কল্যানে নিজেদের হিট বলে স্বপ্রচারণা চালিয়েছেন অনেকে। কিন্তু প্রকাশ হওয়ার পর সেসব অ্যালবাম বানের জলের মতো ভেসে গেছে। এ থেকে নিশ্চিত বলা যায়, সুদিন ফিরে আসার সম্ভাবনা উঁকি দিচ্ছে সঙ্গীতাঙ্গনে। লেখক গীতিকার



সাবমিট

ঈদে মুখ থুবড়ে পড়েছে মানহীন অ্যালবাম

 জাহিদ আকবর 
১৬ অক্টোবর ২০১৪, ১২:০০ এএম  | 
ইদানীং বাংলা গানের শ্রোতারা একটু একটু করে সচেতন হচ্ছেন। ভালো মনের গানের দিকে ঝুঁকছেন। মানহীন কথা, সুর ও গায়কীর গানের অ্যালবাম উপেক্ষা করতে শুরু করেছেন। গেল ঈদে বিভিন্ন কোম্পানি থেকে প্রকাশিত অ্যালবামের পোস্টমর্টেম রিপোর্টে এই তথ্যই জানা গেছে। শ্রোতাদের এই সচেতনতা বাংলাদেশী সঙ্গীতের সঙ্গীতের জন্য ইতিবাচক ঘটনা। যুগে যুগে ভালো গানের পাশাপাশি অসংখ্য মানহীন গানের জন্ম হয়েছে। সেইসব মানহীন গান আবার কালের আবর্তে হারিয়েও গেছে। ভালো রুচিসম্মত গান টিকে আছে, থাকবে। সেটা আরও একবার প্রমাণিত হয়েছে এবারের ঈদে।

ঈদুল আজহায় প্রায় একশ’র মতো অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে হাতেগোনা গুটিকয়েক অ্যালবাম শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে। যে অ্যালবামগুলো শ্রোতাদের মন কেড়েছ তার বেশিরভাগই ছিল ভালো কথা, সুর ও গায়কীর। মানহীন অ্যালবামগুলো মুখ থুবড়ে পড়েছে। বাংলা গানের শ্রোতারা সচেতন হয়ে উঠছেন- এটাই তার প্রমাণ।

এবার ঈদে শ্রোতাদের মনোযোগ কাড়া অ্যালবামগুলোর দিকে চোখ ফেরানো যাক। ঈদে ‘কেয়া পাতার নৌকো’ শিরোনামে প্রকাশিত একটি মিক্সড অ্যালবাম শ্রোতারা পছন্দ করেছেন। প্রিন্স মাহমুদের কাজ শ্রোতারা বরাবরই পছন্দ করে আসছেন। ভালো কথা, সুর ও কণ্ঠশিল্পী নির্বাচনের জন্য প্রশংসিত তিনি। এর আগে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। ‘কেয়া পাতার নৌকো’ অ্যালবামে গান গেয়েছেন তাহসান, ন্যান্সি, এলিটা, তপু মাহাদী প্রমুখ। অ্যালবামটি প্রকাশ করেছে জি-সিরিজ। অবসকিওর ব্যান্ডের অ্যালবাম ‘অবসকিওর ও বাংলাদেশ’ পছন্দ করেছেন শ্রোতারা। অ্যালবামে স্থান পাওয়া গানগুলো শ্রোতাদের বেশ আলোড়িত করেছে। অবসকিউরও একসময় অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন অ্যালবামের গানগুলোও শ্রোতাদের মুগ্ধ করেছে। শ্রোতাদের পছন্দের পাশাপাশি ব্যবসা সফলতার দিক থেকেও এগিয়ে আছে ‘অবসকিওর ও বাংলাদেশ’।

কাজী শুভর ‘সাদামাটা-৩’ মন জয় করেছে শ্রোতাদের। আরফিন রুমী ও রাফির সঙ্গীত পরিচালনায় অ্যালবামটি শ্রোতাদের পছন্দের তালিকায় প্রথম সারিতে রয়েছে। ব্যবসাসফলতার দিক থেকেও এগিয়ে রয়েছে ‘সাদামাটা-৩’। অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পীকে পেছনে ফেলে এই মুহুর্তে কাজী শুভ এগিয়ে আছেন। বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলে তার গাওয়া গান বাজতে শোনা যায়। নতুন অ্যালবাম ‘সাদামাটা-৩’-এর গানগুলোও আগামী কিছুদিনের মধ্যে ছড়িয়ে যাবে সবখানে। সোনা বৌ, মন পাঁজরে, তুমি বীনে আকুল পরানসহ বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। কথা, সুর ও সঙ্গীতের যথোপযুক্ত ব্যবহার ছিল ‘সাদামাটা-৩’ অ্যালবামটিতে।

সিমেনার গানের অডিওর মধ্যে শ্রোতাদের পছন্দের তালিকায় রয়েছে ‘অচেনা হৃদয়’ ছবির অডিও অ্যালবাম। ব্যবসা সফলতার দিকে দিয়েও এগিয়ে রয়েছে এ অ্যালবামটি। পরের অবস্থানে রয়েছে রাকিবুল ইসলাম রাকিব পরিচালিত ‘প্রেম করবো তোমার সাথে’ সিনেমার অডিও অ্যালবাম। আহমেদ ইমতিয়াজ বুলবুল, আরফিন রুমী, কবির বকুল, তানভীর তারেকের সুর ও সঙ্গীতে এতে গান গেয়েছেন মনির খান, আরফিন রুমি, রূপম, নওমী, রাজীব। অ্যালবামের কয়েকটি গান এরইমধ্যে শ্রোতারা নিজ কণ্ঠে গাইতেও শুরু করেছেন বলে জানা গেছে। আগামী কিছুদিনের মধ্যে হয়তো এ সঙ্গীতপ্রেমীদের ধারনা। অ্যালবাম দুটি প্রকাশ করেছে লেজারভিশন।

ফয়সাল রাব্বিকীনের কথা ও আয়োজনের ঝিলিকের একক অ্যালবাম ‘প্রথম প্রেম’ প্রকাশ হয়েছে ঈদে। এরইমধ্যে এ অ্যালবামটির কয়েকটি গান শ্রোতারা পছন্দ করেছেন। ইমরান জুয়েল মোর্শেদ, বাপ্পীসহ বেশ কয়েকজন অ্যালবামটির সুর, সঙ্গীত এবং দ্বৈতকণ্ঠে রয়েছেন। এর আগে ঝিলিকের ‘নীলাকাশ’ শিরোনামের একটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

এছাড়াও অন্যান্য প্রশংসিত অ্যালবামগুলোর মধ্যে রয়েছে সুবীর নন্দীর একক অ্যালবাম ‘গানের সুরে আমায় পাবে’, আপেল মাহমুদের ‘দ্য লিজেন্ড’, মিলন মাহমুদের ‘অচেনা শহর’ ও ধারক ব্যান্ডের অ্যালবাম ‘ধারক’। ঈদে প্রকাশিত এসব অ্যালবামের গানও শ্রোতারা তাদের পছন্দের তালিকায় রেখেছেন।

সবমিলিয়ে ঈদে প্রকাশিত অসংখ্য অ্যালবামের মধ্যে মানহীন কথা, সুর ও গায়কীর অ্যালবামগুলো শ্রোতারা এড়িয়ে ভালো মানের অ্যালবাম গ্রহণ করেছেন। অসংখ্য নিুমানের অ্যালবামের কোনো খবরই ছিল না এবারের ঈদে। যদিও ফেসবুকের কল্যানে নিজেদের হিট বলে স্বপ্রচারণা চালিয়েছেন অনেকে। কিন্তু প্রকাশ হওয়ার পর সেসব অ্যালবাম বানের জলের মতো ভেসে গেছে। এ থেকে নিশ্চিত বলা যায়, সুদিন ফিরে আসার সম্ভাবনা উঁকি দিচ্ছে সঙ্গীতাঙ্গনে। লেখক গীতিকার



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র