jugantor
গুঞ্জন শুনি

  তারা ঝিলমিল ডেস্ক  

১৬ অক্টোবর ২০১৪, ০০:০০:০০  | 

অশ্লীল ছবিতে নিজের নাম ব্যবহার হওয়ায় বলিউডের বিতর্কিত পরিচালক রামগোপাল বার্মাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন বলিউডের অভিনেত্রী শ্রীদেবী। নোটিশে তার বক্তব্য ছিল রামুর আপকামিং তেলেগু ছবির বিষয়বস্তুর পুরোটাই অশ্লীল। এই ধরনের ছবিতে তার নাম ব্যবহার হলে বলিউডে নিজের ইমেজ খারাপ হতে পারে। এ ধারনা থেকে রামুকে ছবির নাম বদল করতে বলেন শ্রীদেবী। কিন্ত রাম গোপাল বার্মা ফের বিতর্ক উসকে দিয়ে উল্টো তীর ছুঁড়ে দিলেন শ্রীদেবীর দিকে। তিনি জানিয়েছেন, কোনোভাবেই ছবির নাম পরিবর্তন হবে না। প্রথমে অবশ্য এই ছবির নাম রেখেছিলেন ‘সাবিত্রী’। পরবর্তীতে নাম বদল করে রামু এর নাম রাখেন ‘শ্রীদেবী’। মূলত প্রচারণার কৌশল হিসেবেই ছবির নাম পরিবর্তন করেছেন রামু। আর এতেই চটেছেন শ্রীদেবী। রামু অবশ্য বলেছেন, ভারতের অন্ধ্রপ্রদেশ ফিল্ম চেম্বার থেকেই তিনি এই ছবির নাম নিয়েছেন। এ নিয়ে বিতর্ক তৈরি করার কোনো মানে হয় না। পাশাপাশি শ্রীদেবীকে শান্ত করতে তিনি আরও জানিয়েছেন, তিনি বরাবার শ্রীদেবীকে সম্মান করে আসছেন এবং এই ছবির সঙ্গে তার কোন সম্পর্ক নেই। এখন দেখার বিষয়, এতে করে শ্রীদেবীর রাগ কতটা প্রশমিত হয়।



সাবমিট

গুঞ্জন শুনি

 তারা ঝিলমিল ডেস্ক 
১৬ অক্টোবর ২০১৪, ১২:০০ এএম  | 
অশ্লীল ছবিতে নিজের নাম ব্যবহার হওয়ায় বলিউডের বিতর্কিত পরিচালক রামগোপাল বার্মাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন বলিউডের অভিনেত্রী শ্রীদেবী। নোটিশে তার বক্তব্য ছিল রামুর আপকামিং তেলেগু ছবির বিষয়বস্তুর পুরোটাই অশ্লীল। এই ধরনের ছবিতে তার নাম ব্যবহার হলে বলিউডে নিজের ইমেজ খারাপ হতে পারে। এ ধারনা থেকে রামুকে ছবির নাম বদল করতে বলেন শ্রীদেবী। কিন্ত রাম গোপাল বার্মা ফের বিতর্ক উসকে দিয়ে উল্টো তীর ছুঁড়ে দিলেন শ্রীদেবীর দিকে। তিনি জানিয়েছেন, কোনোভাবেই ছবির নাম পরিবর্তন হবে না। প্রথমে অবশ্য এই ছবির নাম রেখেছিলেন ‘সাবিত্রী’। পরবর্তীতে নাম বদল করে রামু এর নাম রাখেন ‘শ্রীদেবী’। মূলত প্রচারণার কৌশল হিসেবেই ছবির নাম পরিবর্তন করেছেন রামু। আর এতেই চটেছেন শ্রীদেবী। রামু অবশ্য বলেছেন, ভারতের অন্ধ্রপ্রদেশ ফিল্ম চেম্বার থেকেই তিনি এই ছবির নাম নিয়েছেন। এ নিয়ে বিতর্ক তৈরি করার কোনো মানে হয় না। পাশাপাশি শ্রীদেবীকে শান্ত করতে তিনি আরও জানিয়েছেন, তিনি বরাবার শ্রীদেবীকে সম্মান করে আসছেন এবং এই ছবির সঙ্গে তার কোন সম্পর্ক নেই। এখন দেখার বিষয়, এতে করে শ্রীদেবীর রাগ কতটা প্রশমিত হয়।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র