jugantor
টুকরো খবর
দুই ধারাবাহিকে তানভীর তারেক

  তারা ঝিলমিল প্রতিবেদক  

১৬ অক্টোবর ২০১৪, ০০:০০:০০  | 

চলতি সময়ে নাটক ও চলচ্চিত্রের মিউজিক কম্পোজিশনের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন তরুণ প্রতিভাবান সঙ্গীত পরিচালক তানভীর তারেক। একই সঙ্গে দুটি চ্যানেলে তার কম্পোজিশন ও কণ্ঠে দুটি মেগাসিরিয়ালের টাইটেল ট্র্যাক অনএয়ার হচ্ছে বর্তমানে। এশিয়ান টিভিতে প্রচার চলতি মাঈনুল হাসান খোকন পরিচালিত ‘জীবনের গল্প’ ধারাবাহিকের শীর্ষ সঙ্গীতে তানভীর তারেকের কথা, সুর ও সঙ্গীতে এই শীর্ষ সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন তানভীর ও পূজা। এছাড়া সম্প্রতি চ্যানেল আইতে শুরু হয়েছে মেহেদী বিন আশরাফের মেগা ধারাবাহিক ‘মাতাল হাওয়া’। এ নাটকের টাইটেল গানটির কথা, সুর-সঙ্গীত ও কণ্ঠ দিয়েছেন তানভীর তারেক। একসঙ্গে দুই চ্যানেলে দুই মেগা ধারাবাহিকে নিজের গান প্রচার প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘এটি অবশ্যই আমার জন্য অনেক আনন্দের সংবাদ। একটি দীর্ঘ ধারাবাহিকের গান ও মিউজিক তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট একটি সিগনেচার টিউন ও মেলোডি তৈরি করতে হয়। সেদিক বিবেচনা করেই পুরো নাটকের গল্প ও ধরনের সঙ্গে সামঞ্জস্য রেখেই কাজ দুটি করেছি। কাকতালীয়ভাবে একই সঙ্গে দুটি নাটকের প্রচার শুরু হয়েছে। যা আমার ক্যারিয়ারের জন্য স্মরণীয় ঘটনা।’


 

সাবমিট
টুকরো খবর

দুই ধারাবাহিকে তানভীর তারেক

 তারা ঝিলমিল প্রতিবেদক 
১৬ অক্টোবর ২০১৪, ১২:০০ এএম  | 

চলতি সময়ে নাটক ও চলচ্চিত্রের মিউজিক কম্পোজিশনের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন তরুণ প্রতিভাবান সঙ্গীত পরিচালক তানভীর তারেক। একই সঙ্গে দুটি চ্যানেলে তার কম্পোজিশন ও কণ্ঠে দুটি মেগাসিরিয়ালের টাইটেল ট্র্যাক অনএয়ার হচ্ছে বর্তমানে। এশিয়ান টিভিতে প্রচার চলতি মাঈনুল হাসান খোকন পরিচালিত ‘জীবনের গল্প’ ধারাবাহিকের শীর্ষ সঙ্গীতে তানভীর তারেকের কথা, সুর ও সঙ্গীতে এই শীর্ষ সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন তানভীর ও পূজা। এছাড়া সম্প্রতি চ্যানেল আইতে শুরু হয়েছে মেহেদী বিন আশরাফের মেগা ধারাবাহিক ‘মাতাল হাওয়া’। এ নাটকের টাইটেল গানটির কথা, সুর-সঙ্গীত ও কণ্ঠ দিয়েছেন তানভীর তারেক। একসঙ্গে দুই চ্যানেলে দুই মেগা ধারাবাহিকে নিজের গান প্রচার প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘এটি অবশ্যই আমার জন্য অনেক আনন্দের সংবাদ। একটি দীর্ঘ ধারাবাহিকের গান ও মিউজিক তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট একটি সিগনেচার টিউন ও মেলোডি তৈরি করতে হয়। সেদিক বিবেচনা করেই পুরো নাটকের গল্প ও ধরনের সঙ্গে সামঞ্জস্য রেখেই কাজ দুটি করেছি। কাকতালীয়ভাবে একই সঙ্গে দুটি নাটকের প্রচার শুরু হয়েছে। যা আমার ক্যারিয়ারের জন্য স্মরণীয় ঘটনা।’


 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র