Logo
Logo
×

জাতীয়

রোহিঙ্গাদের জন্য এলো ভারত ও চীনের ৭৫৭ টন ত্রাণ

Icon

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৭, ০১:১৪ পিএম

রোহিঙ্গাদের জন্য এলো ভারত ও চীনের ৭৫৭ টন ত্রাণ

হত্যা ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য ভারত ও চীন আবার ত্রাণ পাঠিয়েছে। এর মধ্যে ভারতের পাঠানো ত্রাণের পরিমাণ ৭০০ টন এবং চীনের ত্রাণের পরিমাণ ৫৭ টন। বৃহস্পতিবার ভোরে ও সকালে দুই দেশের ত্রাণ চট্টগ্রামে পৌঁছেছে। 

 

বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় ‘আইএনএস গরিয়াল’ নামে ভারতের একটি ৭০০ টন ৬০০ কেজি ত্রাণ নিয়ে চট্টগ্রাম বন্দরের ১ নম্বর জেটিতে ভিড়ে। ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, ভোজ্য তেল ইত্যাদি।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার এসব ত্রাণসমগ্রী আনুষ্ঠানিকভাবে প্রশাসনের কাছে বুঝিয়ে দেয়ার কথা রয়েছে। এর আগে দুই দফা কার্গো বিমানে করে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছিল ভারত।

এদিকে বুধবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 'চায়না কার্গো' বিমানে করে ৫৭.০৩ টন ত্রাণ আসে।

চীনের পক্ষ থেকে মোট ১৫০ টন জরুরি ত্রাণ চট্টগ্রামে পাঠানোর কথা সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে জানিয়েছিলেন দেশটির রাষ্ট্রদূত মা মিং চিয়াং।
বুধবার একটি ত্রাণবাহী বিমান পাঠিয়েছে চীন। এতে দুই হাজার ২০০ তাঁবু রয়েছে, যার মোট ওজন ৫৭.০৩ টন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম