Logo
Logo
×

বিনোদন

প্লেবয় প্রতিষ্ঠাতা হিউ হেফনার আর নেই

Icon

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৭, ০১:০৬ পিএম

প্লেবয় প্রতিষ্ঠাতা হিউ হেফনার আর নেই
যুক্তরাষ্ট্রের সাংবাদিক, প্রকাশক ও ব্যবসায়ী এবং বিশ্বের সবচেয়ে আলোচিত ম্যাগাজিন ‘প্লেবয়’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিউ হেফনার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।
বৃহস্পতিবার হেফনারের পরিবার ও প্রকাশনা প্রতিষ্ঠান থেকে তার মৃত্যুর ঘোষণা দেয়া হয়েছে।
১৯৫৩ সালে বাড়ির রান্নাঘর থেকে প্লেবয়ের প্রকাশনা শুরু করেছিলেন হেফনার। এক সময় তা প্রাপ্তবয়স্কদের জন্য বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ম্যাগাজিনে পরিণত হয়।
প্লেবয় যখন সাফল্যের শীর্ষে, সে সময় মাসে ৭০ লাখ কপি পর্যন্ত বিক্রি হয়েছে এই ম্যাগাজিন। 
সংবাদমাধ্যমে হেফনার প্রায়ই চিত্রায়িত হয়েছেন প্লেবয় ম্যানশনে একদল স্বর্ণকেশী পরিবেষ্টিত হয়ে জীবনযাপন করা এক কামুক বুড়ো হিসেবে। টাইম ম্যাগাজিন তাকে বর্ণনা করেছিল ‘প্রোফেট অব পপ হেডোনিজম’ হিসেবে। 
 
বিবিসি লিখেছে, হিউ হেফনার কোটি কোটি পুরুষের জন্য এক ফ্যান্টাসির দুনিয়া তৈরি করে গেছেন। তবে অধিকাংশ পাঠকের সঙ্গে তার পার্থক্য হলো, সেই ফ্যান্টাসির জীবন হেফনার নিজে যাপন করে গেছেন।  
Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম