Logo
Logo
×

অন্যান্য

ভবিষ্যতে এই কমিশন অনুকরণীয় হয়ে থাকবে: ইসি হাবিব

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৯:৪১ পিএম

ভবিষ্যতে এই কমিশন অনুকরণীয় হয়ে থাকবে: ইসি হাবিব

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, বিগত দিনে বোমাবাজি খুনখারাপি ছাড়া নির্বাচন দেখেনি জনগণ। এখন ভোটের পরিবেশ নিয়ে কথা উঠছে না। এমনকি হেরে যাওয়া প্রার্থীরাও ভোট গ্রহণ নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেনি। ভবিষ্যতে এই কমিশন সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। 

শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যশোরে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাচনোত্তর মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

যশোরের আট উপজেলার নির্বাচনসংশ্লিষ্টদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ইসি আহসান হাবিব খান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহসান হাবিব বলেন, যারা গণতন্ত্রমনা তারা ভোটের মাঠে আসছে। তারা আগে এসে ভোট দিয়ে যাচ্ছে। নিজের ভোট নিজের পছন্দের প্রার্থীকে দিচ্ছে। তাদের ভোট দেওয়ার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠাতা করছে। যিনি বেশি ভোট পাচ্ছেন তিনিই বিজয়ী হচ্ছেন।

বিকাল ৫টায় শুরু হয় মতবিনিময় সভা। ২ ঘণ্টাব্যাপী চলা এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এতে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা, উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসাররা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম