Logo
Logo
×

অন্যান্য

ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৫:৩১ পিএম

ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

টানা চতুর্থবার জয়ের পর গঠিত আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া ড. হাছান মাহমুদ তার প্রথম বিদেশ সফরে ভারতে যাচ্ছেন। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে সম্ভাব্য তিন দিনের সফরে তিনি দিল্লি যাচ্ছেন।

এ বিষয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের হাছান মাহমুদ বলেন, ‘আমি ৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছি।’

কত দিনের জন্য যাচ্ছেন জানতে চাইলে মন্ত্রী বলেন, সম্ভবত তিন দিনের সফরে।

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হবে কি না জানতে চাইলে হাছান মাহমুদ জানান, সফরে অনুষ্ঠেয় বৈঠকের আলোচ্যসূচি, সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।এখনো এগুলো নিয়ে কাজ চলছে।

আরও পড়ুন-

বন ও তথ্যের পর এবার পররাষ্ট্রের দায়িত্বে হাছান মাহমুদ

যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইইউ দূতরা শেখ হাসিনার সরকারকে অভিনন্দন জানিয়েছেন: হাছান মাহমুদ

নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর হাছান মাহমুদকে ১৪ জানুয়ারি অভিনন্দন জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরদিন হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন, তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন জয়শঙ্কর।সেদিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, তিনি দ্বিপক্ষীয় সফর স্পষ্টত চাইছেন ভারত দিয়ে করতে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম