Logo
Logo
×

আইন-বিচার

মেজর মঞ্জুর হত্যা মামলা সম্পূরক অভিযোগপত্র

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১, ১০:২১ পিএম

মেজর মঞ্জুর হত্যা মামলা সম্পূরক অভিযোগপত্র

প্রায় ৪০ বছর আগে মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলায় প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে অব্যাহতির সুপারিশ করে আদালতে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়েছে। অভিযোগপত্রে এরশাদসহ দুজনকে অব্যাহতি ও মেজর (অব.) কাজী এমদাদুল হকসহ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। 

ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনার আদালতে গত ১২ জানুয়ারি এ সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার কুতুব উদ্দিন এ অভিযোগপত্র দেন। আগামী ২৫ জানুয়ারি তা গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে। শুক্রবার সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) নূর মোহাম্মদ খান যুগান্তরকে এসব তথ্য জানিয়েছেন।

সম্পূরক অভিযোগপত্রে এরশাদের সঙ্গে প্রয়াত মেজর জেনারেল (অব.) আবদুল লতিফকে অব্যাহতি এবং মেজর (অব.) কাজী এমদাদুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোস্তফা কামাল উদ্দিন ভ‚ইঞা ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুর রহমান শমসেরকে অভিযুক্ত করা হয়েছে। এরশাদ ও আবদুল লতিফ মৃত্যুবরণ করায় তাদের এ মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

এর আগে ২০১৯ সালের ২ অক্টোবর সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুসংক্রান্ত তথ্য আদালতকে অবহিত করেন তার আইনজীবী আবদুর রশিদ। তিনি আদালতে আবেদন করে বলেন, এরশাদ গত ১৪ জুলাই মৃত্যুবরণ করেছেন। তাকে রংপুরে দাফন করা হয়েছে। আর মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা চলতে পারে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম