Logo
Logo
×

অন্যান্য

অহেতুক সড়ক অবরোধ না করতে ডিএমপির অনুরোধ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০:৪৮ পিএম

অহেতুক সড়ক অবরোধ না করতে ডিএমপির অনুরোধ
নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতে অহেতুক সড়ক অবরোধ করা থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

বুধবার ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন গোষ্ঠী দাবি-দাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করছে। এতে ঢাকা মহানগরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এ কারণে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অফিসগামী যাত্রীরা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে। বিদেশগামী যাত্রী ও অসুস্থ রোগী পরিবহণে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, যানজট কমানোর জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ প্রাণান্তকর চেষ্টা করছে। অহেতুক সড়ক অবরোধ করা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকতে অনুরোধ জানানো হচ্ছে।

সড়ক অবরোধ ডিএমপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম