
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ১১:৫৯ এএম
কাঠগড়ায় রুপার মাথায় হাত বুলালেন কামরুল

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:৩৬ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ঢাকার আদালতে শুনানির সময় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিক ফারজানা রুপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। এরপর কিছুক্ষণ তারা কথাও বলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বিতর্কিত বক্তব্যে আলোচনায় থাকা সাংবাদিক রুপা ছাড়াও গ্রেফতার হন তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদ।
তারা দুইজনেই কাশিমপুর কারাগারে রয়েছেন। একই কারাগারে থাকলেও নারী ও পুরুষের ভবন আলাদা হওয়ায় দীর্ঘদিন দেখা হয়নি তাদের।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে তাদের দুইজনকে বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড ও গ্রেফতার শুনানির জন্য তোলা হয়। কাঠগড়ায় এসেই দেখা হয় রুপা শাকিলের। দীর্ঘদিন পর সাক্ষাৎ তাদের। শাকিলের গায়ে ধূসর কালো রঙের টিশার্ট পরা ছিল। এ দম্পতি শুনানির দিকে খেয়াল না দিয়ে দুইজনে হাত ধরে কাঠগড়ার এক পাশে কথা বলতে থাকেন।
পায়ে সাধারণ সেন্ডেল। গায়ে মেরুন রঙের মলিন সালোয়ার কামিজ। মাথায় লাল ছোট্ট খোপা ফারজানা রুপার।
বেশ কয়েক মিনিট এ দম্পতি নিজেদের ভিতর গল্প করতে থাকেন। এর মাঝে তাদের গল্পের ভিতর ঢুকেন একাত্তর টিভির সিইও মোজাম্মেল হক বাবু। বাবুও বেশ কয়েক মিনিট ধরে রুপার সঙ্গে কথা বলতে থাকেন। এর কিছুক্ষণ পরেই রুপা এগিয়ে যান সাবেক মন্ত্রী কামরুল ইসলামের দিকে৷ কামরুল রুপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। এরপর কিছুক্ষণ তারাও কথা বলেন।
এদিকে শুনানি শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় ইমরান হাসান হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে গ্রেফতার দেখান আদালত।
এছাড়া একই থানাধীন দনিয়া এলাকায় মাদ্রাসা শিক্ষার্থী হত্যা মামলায় ফারজানা রুপা ও শাকিল আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়। পরে শুনানি শেষে তাদের হাজতখানায়, পরে কারাগারে নিয়ে যাওয়া হয়।
গতবছরের ২১ আগস্ট ফারজানা রুপা ও শাকিল আহমেদকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ।