
প্রিন্ট: ২৩ এপ্রিল ২০২৫, ০১:০৫ এএম
আবাবীলের কবি ফররুখ আহমদ সম্মাননা পেলেন ৩ জন

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১০:০৭ পিএম

আরও পড়ুন
আবাবীল জাতীয় শিশু কিশোর সংগঠনের ২৬তম কবি ফররুখ আহমদ সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।এবার এই সম্মনানায় ভূষিত হয়েছেন তিনজন বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
সোমবার সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান আফসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএনসি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা। বিশেষ অতিথি ছিলেন কবি আমেনা মহসিন।
এতে কবি ফররুখ আহমদ সম্মাননা পাওয়া তিনজন হলেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবদ্দৌল চৌধুরী, কবি সৈয়দ মাজহারুল পারভেজ ও দৈনিক যুগান্তরের অনলাইন সম্পাদক-সাহিত্যিক হাসান শরীফ।
উল্লেখ্য, আবাবীল ২০০৩ সাল থেকে এই সম্মাননা দিয়ে আসছে।
এদিনের অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি নাদিম চৌধুরী, অ্যাডভোকেট শেখ রেজভিল করিম, আবাবীলের সহ-সভাপতি আকবর মোহাম্মদ ও কাওসার আলী, অর্থ সম্পাদক আসিফুল আলম জিহাদ, কবি আক্তারুজ্জামান, কবি শাহজাদা সেলিম ও আসিফুল আলম।
এর আগে আবাবীলের সদস্য শিশু-কিশোররা আবৃত্তি পরিবেশন করে।