
প্রিন্ট: ২৩ এপ্রিল ২০২৫, ০৪:০১ এএম
ছবিতে বর্ষবরণ
পহেলা বৈশাখ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র র্যালি শেষ হয়েছে। সোমবার সকাল নয়টায় শোভাযাত্রা চারুকলা থেকে বের হয়ে শাহবাগ মোড় ঘুরে শহীদ মিনারে যায়। সেখান থেকে শোভাযাত্রা দোয়েল চত্বর হয়ে আবার চারুকলায় ফিরে এসে শেষ হয়। এবারের শোভাযাত্রায় প্রতিবাদ্য ছিল, ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৩:৩২ পিএম

‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ছিল শোভাযাত্রায় সব প্রতিকৃতির সামনে। ছবি: যুগান্তর

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল।

নিরাপত্তার চাদরে ঢাকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও আশপাশের এলাকা।

জুলাই অভ্যুত্থানে শহিদ মুগ্ধ স্মরণে ‘পানির বোতল’র প্রতিকৃতি।

বাঘের প্রতিকৃতি

নাচে গানে নতুন বছরকে বরণ করে নিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে নির্মিত তরমুজের প্রতিকৃতিও ছিল শোভাযাত্রায়। তরমুজ ফিলিস্তিনের একটি রাজনৈতিক প্রতীক হিসেবে বিবেচিত।

পায়রার প্রতিকৃতি

রমনার বটমূলে বর্ষবরণে ছায়ানটের শিল্পীরা। ছবি: যুগান্তর

জাতীয় মাছ ইলিশের প্রতিকৃতি

গ্রামবাংলার ঐতিহ্য পালকির প্রতিকৃতি