
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ১০:১২ এএম
ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১১:১৭ পিএম

আরও পড়ুন
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ঢাকার সাভারে দোয়া মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে তার মৃতুবার্ষিকী পালিত হয়। ডা. জাফরুল্লাহ চৌধুরী ঢাকার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২৩ সালের ১১ এপ্রিল ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সাভার গণস্বাস্থ্য কেন্দ্র ক্যাম্পাসে তাকে সমাহিত করা হয়।
ডা. জাফরুল্লাহ চৌধুরী ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রামের রাউজানের কয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পুরান ঢাকার নবকুমার ইনস্টিটিউশন থেকে মেট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৬৬ সালে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর এফআরসিএস পড়ার জন্য তিনি লন্ডনে যান। চতুর্থ বর্ষে পড়াশোনা শেষে যখন চ‚ড়ান্ত পরীক্ষায় অংশ নেবেন, ঠিক তখনই মুক্তিযুদ্ধের সূচনা হয়। পরীক্ষায় অবতীর্ণ না হয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এরই সঙ্গে তার উচ্চশিক্ষার ইতি ঘটে।
কলেজ জীবন থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধে তিনি গৌরবোজ্জ্বল ভ‚মিকা পালন করেন। লন্ডনে থাকা অবস্থায় মুজিবনগর সরকারের জন্য তহবিল সংগ্রহ এবং মুক্তিযুদ্ধে সহায়তাদানে গঠিত বিভিন্ন অ্যাকশন কমিটির প্রতি লন্ডনের জনগণ ও ব্রিটিশ আইন প্রণেতাদের সমর্থন-সহানুভ‚তি লাভে তিনি স্বেচ্ছাসেবকের ভ‚মিকা পালন করেন।
মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর অসহায় মানুষের স্বাস্থ্যসেবার মহান ব্রত নিয়ে ঢাকার অদূরে সাভারে ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠা করেন ‘গণস্বাস্থ্য কেন্দ্র’। কিডনি রোগীদের স্বল্পমূল্যে ডায়ালাইসিসের ব্যবস্থাকল্পে ঢাকার নগর গণস্বাস্থ্য কেন্দ্র তারই উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।