
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০১:৪৪ এএম
রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল ইসলাম

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৮:০১ পিএম

সাবেক আইজিপি মো. ময়নুল ইসলাম।
আরও পড়ুন
পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী পিআরএল ভোগরত পুলিশের সাবেক মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে তার অবসর উত্তর ছুটি বাতিল ও অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী ১০ এপ্রিল থেকে চুক্তিভিত্তিক দুইবছর মেয়াদে পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের কর্মকর্তা ময়নুল ইসলামকে গত বছরের ৭ আগস্ট পুলিশের মহাপরিদর্শক (আইজপি) করা হয়। তবে মাত্র সাড়ে তিন মাস পর আইজিপি পদ থেকে তাকে সরিয়ে নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ময়নুল ইসলামেরই পছন্দে রাষ্ট্রদূত করে তার চাকরি প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
গুঞ্জন ছিল সাবেক এই পুলিশপ্রধানকে মালয়েশিয়া, সুইজারল্যান্ড কিংবা ফ্রান্সে রাষ্ট্রদূত করা হতে পারে। অবশেষে সাড়ে চারমাস পর পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন ময়নুল ইসলাম।