
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৬:০০ এএম

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১১:৪৯ পিএম

আরও পড়ুন
পিএসসির প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সেই আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ১৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ও একটি গাড়ি, দুটি ফ্ল্যাট, একটি ছয় তলা বাড়িসহ ৮ দশমিক ৮৮ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
এসব ব্যাংক হিসাবে রয়েছে ৭৮ লাখ ৫৯ হাজার ১৯৮ টাকা। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
জব্দ হওয়া বাড়িটি রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায়, ১১শ’ বর্গফুটের দুটি ফ্ল্যাট পশ্চিম শেওড়াপাড়ায়। বাড়ি, ফ্ল্যাট ও ৮ দশমিক ৮৮ বিঘা জমির মূল্য ধরা হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৭৯৭ টাকা।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুদকের পক্ষ থেকে আবেদ আলী সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করা হয়।
দুদকের পাবলিক প্রসিকিউটর রুহুল ইসলাম খান আবেদনের পক্ষে শুনানি করেন। পরে বিচারক সেটি মঞ্জুর করেন। দুদকের পক্ষে তদন্ত কর্মকর্তা আল আমিন জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।