
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৫:০৩ এএম
হজ এজেন্সির দুর্নীতির অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা: ধর্ম উপদেষ্টা

রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১১:০১ পিএম

আরও পড়ুন
কক্সবাজারের রামুতে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন। তিনি বলেছেন, হজ ব্যবস্থাপনায় কোনো প্রকার ত্রুটি পাওয়া গেলে তা সহ্য করা হবে না। কোনো এজেন্সির দুর্নীতির অভিযোগ পেলে তা দ্রুত তদন্ত করে তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বছর হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় থেকে হজ সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে সার্বিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
রোববার দুপুরে সংক্ষিপ্ত সফরে উপজেলার প্রাণকেন্দ্রে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মসজিদের কাজের ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং আগামী তিন মাসের মধ্যে মসজিদের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন সংশ্লিষ্টদের।
পরিদর্শনকালে রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম, কক্সবাজার গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান, ইসলামী ফাউন্ডেশন কক্সবাজারের উপ- পরিচালক ফাহমিদা আক্তার, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন চৌধুরী, কক্সবাজার বদর মোকাম মসজিদের খতিব আব্দুল খালেক নিজামী, জোয়ারিয়ানালা মাদ্রাসার নির্বাহী পরিচালক হাফেজ আব্দুল হক, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ, আবদুল করিম চেয়ারম্যান, মসজিদের জমিদাতা ছৈয়দ আকবর, শহীদ তিতুমীর ইনস্টিটিউট জামে মসজিদ কক্সবাজারের খতিব হাফেজ আবুল মঞ্জুর প্রমুখ উপস্থিত ছিলেন।