
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১২:৪৪ এএম
ফাঁকা ঢাকার বাতাসও ‘ক্ষতিকর’

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০২:৩৮ পিএম

আজ ঈদের দ্বিতীয় দিন চলছে। ঈদের লম্বা ছুটিতে ঢাকা ছেড়ে গেছে একটা বড় জনসংখ্যা। যার ফলে ঢাকা এখন ফাঁকা।
তবে এরপরও ঢাকার বাতাস স্বাস্থ্যকর অবস্থানে আসতে পারেনি। বিশ্বের ১২৪টি শহরের মধ্যে দূষণের মাত্রায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ১২টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার এই তথ্য প্রকাশ করেছে।
এই তালিকায় শীর্ষে আছে নেপালের কাঠমান্ডু। শহরটির স্কোর ২৫৬, যা খুব অস্বাস্থ্যকর। দুইয়ে থাকা ভারতের দিল্লির বাতাসও অস্বাস্থ্যকর। শহরটির স্কোর ১৯২, যা ক্ষতিকর। থাইল্যান্ডের চিয়াং মাই ১৬৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।
১৫৩ স্কোর নিয়ে ঢাকা দখল করেছে চতুর্থ স্থান। এ শহরের বাতাস আজ আছে ক্ষতিকর ক্যাটাগরিতে। পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের হানোই, যার স্কোর ১৫১।
আইকিউএয়ার জানিয়েছে, ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার আধিক্য। এই দূষণ দীর্ঘমেয়াদে শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।