
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০১:৩৬ পিএম
উৎসবে আনন্দে বর্ণিল ঈদ এবার

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০৫:১৫ এএম
-67e9d09b1aad4.jpg)
ছবি: সংগৃহীত
দীর্ঘ এক মাস রোজা রাখার পর সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশি মুসলমানরা। সারা দেশেই এখন ঈদের খুশি বিরাজ করছে। রোববার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার পরপরই বেজে উঠেছে ঈদের বিশেষ গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ..।’
আর ঈদ মানেই খুশি। তবে নানা কারণে সেই খুশির ঈদেও থাকে অস্বস্তি। সেই অস্বস্তির অনেকটাই এবার ঘুচিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। ঈদের আগে রমজান মাসজুড়ে বাজারে ছিল স্বস্তি। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তির চিত্র সাধারণ ঘটনা হলেও এবার তা দেখা যায়নি। স্বস্তিইয়ে বাড়ি ফিরেছে মানুষ। তাছাড়া এবার সবমিলিয়ে ৯ দিনের লম্বা ছুটি পেয়েছেন কর্মজীবীরা। যা তাদের এই ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে বহুগুণে।
এছাড়াও এবারের ঈদকে আনন্দমুখর করতে নানা রকম উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রথমবারের মতো আগারগাওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে লক্ষাধিক মানুষ নিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাত শেষে মুঘল আমলের মতো আনন্দ মিছিল ও ঈদ মেলা অনুষ্ঠিত হবে। এরপর গান ও ঈদ মিছিলে অংশ নেওয়াদের জন্য মিষ্টি ও সেমাইয়ের ব্যবস্থাও করা হচ্ছে সিটি করপোরেশনের পক্ষ থেকে।
ঈদ উপলক্ষে প্রতিটি পরিবারই আজ নিজেদের সাধ্যমতো ভালো খাবার রান্নার চেষ্টা করবে। শিশুরা নতুন পোশাক পরে বেড়াতে যাবে নিকটাত্মীয়দের বাড়িতে।
ঈদের দিন ঘুম থেকে উঠে গোসল-অজু করে দিনের শুরুতে সেমাই, মিষ্টিমুখ করে মুসল্লিরা যাত্রা শুরু করবেন ঈদের জামাতে অংশ নিতে। নামাজ আদায় শেষে ঈদগাহ ময়দানে বুকে বুক মেলাবেন। নামাজ আদায় শেষ করে মুসল্লিরা যাবেন কবরস্থানে প্রিয়জনের বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে। কবরস্থান থেকে মুসল্লিরা বাসায় ফিরে খাবার খেয়ে বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করবেন। প্রিয়জনের সঙ্গে আনন্দ–আড্ডায় মেতে উঠবেন ধর্মপ্রাণ মুসলমানরা।