
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টার সিল জালিয়াতি করে প্রতারণা

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৬:৩১ পিএম

ফাইল ছবি
আরও পড়ুন
স্বরাষ্ট্র উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্বাক্ষর এবং সিল জালিয়াতি করে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জাফর ইকবাল (৪৬) নামের ওই প্রতারককে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সদর দপ্তর থেকে জানানো হয়, সম্প্রতি জাফর ইকবাল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি, পদোন্নতি, বদলি সংক্রান্ত এবং পার্শ্ববর্তী দেশ থেকে গবাদি পশু আমদানি, অন্যান্য দ্রব্যসামগ্রী আমদানির জন্য অনুমতি দেওয়ার নামে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। তিনি এসব প্রতারণামূলক কর্মকাণ্ডে স্বরাষ্ট্র উপদষ্টোসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্বাক্ষর ও সিল ব্যবহার করতেন।
শুক্রবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব-১ এর একটি দল রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাফর ইকবাল গাইবান্ধা জেলার নবাব হোসেন প্রামানিকের ছেলে।
অভিযানে তার কাছ থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া সিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া স্বাক্ষরিত নথিপত্র, ভিজিটিং কার্ডসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার জাফর জানিয়েছে, উচ্চাভিলাষী জীবনযাপন করার জন্য সে দীর্ঘদিন ধরে এসব প্রতারণার কাজ চালিয়ে আসছিল। সে বিভিন্ন চাকরি প্রত্যাশীদের বিশ্বাস অর্জন করত এবং তাদের চাকরি দেওয়ার কথা বলে নগদ অর্থ হাতিয়ে নিত। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, বদলি এবং ব্যবসায়ীদের পার্শ্ববর্তী দেশ থেকে গবাদি পশু আমদানির অনুমতি দেওয়ার কথা বলে প্রতারণা চালাত।
এছাড়া, সম্প্রতি এক ব্যবসায়ীকে সীমান্ত এলাকায় গবাদি পশুর বিট, খাটাল স্থাপন এবং গবাদি পশু আমদানির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া স্বাক্ষরিত অনুমতিপত্র দেয় জাফর। তার নির্দিষ্ট কোনো অফিস না থাকার কারণে ভাড়া বাসা ব্যবহার করে প্রতারণার কার্যক্রম চালাত। তার বিরুদ্ধে গাইবান্ধা সাদুল্যাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জাফর ইকবালকে ডিএমপিতে হস্তান্তর করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃত জাফরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।