
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০১:৪৯ এএম
সরকার শহিদ পরিবার ও আহতদের পাশে আছে, থাকবে-শ্রম উপদেষ্টা

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:৩৮ এএম
-67e2f826c1851.jpg)
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সেনাবাহিনী দেশ ও দেশের মানুষের পক্ষে ছিল-আছে। আমরা জুলাই আন্দোলনের প্রতিটি শহিদ পরিবারের প্রতি ঋণী। হাজার হাজার ছাত্র-জনতা গুরুতর আহত হয়েছেন। অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। সরকার তাদের জন্য কাজ করছে-সরকার শহিদ পরিবার এবং আহতদের পাশে সব সময় থাকবে। আমরা মানি, সবচেয়ে বড় বীর সন্তানরা হচ্ছেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতা।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের সম্মানে ‘হিরোজ অব-২৪’ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এর আয়োজনে ছিল বরেন্দ্র ফাউন্ডেশন ও সেফটি নেটওয়ার্ক।
এম সাখাওয়াত হোসেন বলেন, যাদের জন্য আমরা কাজ করছি, দায়িত্ব পালন করছি, তাদের উন্নয়নে আমরা সর্বদা কাজ করছি। শহিদ পরিবার তথা আহতদের মধ্যে পবিত্র রোজায় ইফতারের আনন্দ নেই। ইফতার করতে বসলেই চোখের সামনে ভেসে উঠছে প্রিয় সন্তানের ছবি। অনেকে এখন চিকিৎসাধীন আছেন। এদের পরিবারের ঈদের পূর্ণ আনন্দ আসবে কীভাবে। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, শহিদ সন্তানরা যেন ভালো থাকেন। আহতরা যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।
‘হিরোজ অব-২৪’ ইফতার অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলোকচিত্রশিল্পী শহিদুল আলম, বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সুইডেন ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত।