
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৬:৩০ এএম
‘অখ্যাত’ হাসপাতালে তামিম, পোস্ট শেয়ার করে যা বললেন আসিফ নজরুল

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০১:২৪ পিএম

আরও পড়ুন
সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টসের পর অসুস্থ হয়ে পড়েন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম। খেলা শুরুর আগে হুট করে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয় তাকে। এনজিওগ্রাম করানো হলে হার্টে একটা ব্লক ধরা পড়ে এবং দ্রুততার সঙ্গে রিং পরানো হয়।
দেশসেরা এই ওপেনারের অসুস্থতার খবর প্রকাশের পর থেকেই সারা দেশের মানুষ তার জন্য প্রার্থনা করেন। তামিম ইকবালের বিষয়ে এবার কথা বলেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি রাজিব হাসান নামে এক ব্যক্তির পোস্ট শেয়ার করেছেন।
যা যুগান্তরের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘আজকে তামিম ইকবালের হার্টে অপারেশন ও রিং পরানো হয়েছে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। নাম ও হাসপাতালের ছবি দেখে মনে হয়েছে, এটা আহামরি গোছের কোনো হাসপাতাল না। আমি ভুলও হতে পারি। তবে আমার এই বিশ্বাসে কোনো ভুল নেই, সংশ্লিষ্ট সবাই মন থেকে চাইলে বাংলাদেশের যেকোনো হাসপাতালে খুব ভালো সেবা দেওয়া সম্ভব।
ভারতে চিকিৎসা ভিসার জটিলতার কারণে সরকার চীনকে বিকল্প হিসেবে ভাবছে। বাংলাদেশের চিকিৎসা সেবার বিকল্প বাংলাদেশই হয়ে উঠুক।’