
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৩:০৬ এএম
মঙ্গল শোভাযাত্রার নাম বদলাতে পারে, থাকবে নতুন জিনিস

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৭:৩০ পিএম

ফাইল ছবি
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। এ ব্যাপারে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হবে। এছাড়া এ শোভাযাত্রায় নানা পরিবর্তনও আনা হচ্ছে।
রোববার বিকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
নববর্ষ উদযাপন নিয়ে সভা শেষে উপদেষ্টা ফারুকী সাংবাদিকদের বলেন, এবার চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হবে সেখানে আপনারা সত্যিকার অর্থেই নতুন জিনিস দেখবেন। আপনাদের চোখেই পরিবর্তন দেখতে পাবেন অনেক। সেটা এখন আমরা বিস্তারিত না বলছি। সারপ্রাইজ হিসেবেই থাকল। ইটস এ টিজার। যারা অংশগ্রহণ করবেন তারা নিজেরাই নিজেদের চোখে দেখতে পারবেন পরিবর্তনগুলো কীভাবে ঘটছে।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, আসলেই নতুন কিছু দেখতে পাবেন। নতুন রং দেখবেন, নতুন গন্ধ পাবেন, নতুন সুর পাবেন।
শোভাযাত্রার নাম পরিবর্তন হতে পারে জানিয়ে তিনি বলেন, কী নামে শোভাযাত্রা হবে, আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সভা আছে, সেখানে সেটা ঠিক হবে।
ফারুকী বলেন, এ শোভাযাত্রা প্রথমে আনন্দ শোভাযাত্রা নামে শুরু হয়েছিল। সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা। যে নাম একবার পরিবর্তিত হয়েছে, সবাই যদি সর্বসম্মত হয় তবে আবার পরিবর্তন হতে পারে। আবার যদি সবাই সর্বসম্মত হয় তবে পরিবর্তন নাও হতে পারে।
নববর্ষের অনুষ্ঠানের সময় নির্ধারণ নিয়ে উপদেষ্টা বলেন, এবার নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যেই শেষ করার কোনো বিধি-নিষেধ থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে সন্ধ্যার পরও অনুষ্ঠান চলমান রাখা যাবে।
মোস্তফা সরয়ার ফারুকী জানান, চৈত্র সংক্রান্তিতে শিল্পকলায় রক কনসার্ট অনুষ্ঠিত হবে। পয়লা বৈশাখে সংসদ ভবনের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চীনা দূতাবাসের সহযোগিতায় ড্রোন শো আয়োজন করা হবে।