
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ১১:৫৯ এএম

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৩:০৫ এএম

আরও পড়ুন
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, হত্যা, নাশকতাসহ বিভিন্ন মামলায় মঙ্গল ও বুধবার ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : ফরিদপুরে অর্থপেডিক বিভাগের চিকিৎসক ড. শাহিন জোয়ারদারের ওপর হামলার মামলায় প্রধান আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মুত্তাকিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুত্তাকিন শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার আলমগীর হোসেনের ছেলে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফরিদপুর জেলা কমিটির সদস্য।
কুড়িগ্রামের রৌমারীতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ভাতিজা আরিফ হত্যা মামলার আসামি নুরুজ্জামানকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। তিনি উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর টাংড়াপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত সাদ আল আফনান হত্যা মামলায় যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন হেলালকে সোমবার রাতে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। হেলাল রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য।
সুনামগঞ্জের দিরাইয়ে নাশকতার মামলায় জেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক ও জগদল ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাভলুকে বুধবার উপজেলা পরিষদ থেকে কার্যালয়ে সামন থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সিলেট মহানগর যুবলীগের সাবেক প্রচার সম্পাদক। ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছত্র-জনতার ওপর হামলার মামলায় বুধবার রমনা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আ. লীগ নেতা ফয়জার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার রমনা ইউনিয়নের মুদাফৎথানা পশ্চিম বেলেরভিটা এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। চট্টগ্রামে সোমবার রাত মঙ্গলবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, কোতোয়ালি থানার আসামি ইউনুছ, ইমাম হোসেন, রকি, সাব্বির হাওলাদার, আকবরশাহ থানার অনিক দাস, নুর উদ্দিন, বন্দর থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক রহমত আলী ওরফে ইমন, সবুজ, রাব্বি ওরেফে সাকিব, ইসলামীয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক রুবেল হোসেন, নুরুল আজিম আসিফসহ ৪৭ জন। সিএমপির এডিসি (গণসংযোগ) মাহমুদা বেগম বিষয়টি নিশ্চিত করেন।