Logo
Logo
×

জাতীয়

২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:৪৬ পিএম

২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেফতার

রাজধানীতে প্রায় দুই কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক যুবককে  গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম রাউফুন আলম চৌধুরী ওরফে শুভ (৩২)। 

মঙ্গলবার সিআইডির মিডিয়া শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার বাংলাদেশে ফেরার সময় সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম তাকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে।

সিআইডি জানায়, রাউফুন আলম চৌধুরী বাদীর কাছ থেকে নগদ ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ ঋণ হিসাবে গ্রহণ করেন। সেই টাকার বিপরীতে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি চুক্তিপত্র এবং ইস্টার্ন ব্যাংকের ৬টি চেক প্রদান করেন। 

এরপর তিনি টাকাগুলো ফেরত না দিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে দুবাই পালিয়ে যান। আসামি ও বাদী পূর্বপরিচিত ছিলেন এবং ব্যক্তিগত আস্থার সুযোগ নিয়েই এই প্রতারণার ঘটনা ঘটে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম