রাজনৈতিক দল নিবন্ধনের ‘গণবিজ্ঞপ্তি’ চ্যালেঞ্জ করে রিট

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৪:৪১ পিএম

রাজনৈতিক দল নিবন্ধনের ‘গণবিজ্ঞপ্তি’ সংবিধান ও সংস্কার কমিশনের সুপারিশের পরিপন্থি বলে বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবেদা গোলরুখ এ রিট করেন।
আইনজীবী আবেদা গোলরুখ এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিটে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আদালতে এদিন রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হলেও তা শুনানি হয়নি।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটির শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী।
রিটকারি আইনজীবী অ্যাডভোকেট আবেদা গোলরুখ জানান, গত ১০ মে জারি করা প্রজ্ঞাপনটি সংবিধান ও সংস্কার কমিশনের সুপারিশের পরিপন্থি বলে আমরা রিটটি করেছি।