বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আরেফিন সিদ্দিক

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৭:০৫ পিএম

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনটি জানাজা শেষে শুক্রবার বিকাল ৩টা ৫৫ মিনিটে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বেলা ১১টার দিকে ধানমন্ডির গ্রিন রোডের আল আকসা মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর কিছুক্ষণ পর ঈদগাহ মাঠে ঢাবির সাবেক এ ভিসির তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
গতকাল (১৩ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর।
মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের বরাত দিয়ে আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন জানিয়েছেন।